- +880 1729 065660
- [email protected]
- KA-6/A, Navana Sylvania Baridhara, Dhaka, Bangladesh
“রোগের কারণ : ১। প্রাকৃতিক কারণ ২। মাটিতে রসের অভাব ৩।পোকার আক্রমণ ৪।রোগের আক্রমণ
ক্ষতির ধরণ : প্রাকৃতিক কারনে, মাটিতে রসের অভাব হলে অথবা পোকার আক্রমনে আমের মুকুল ঝরতে পারে।
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : ফলের বাড়ন্ত পর্যায় , ফুল অবস্থায়
ফসলের যে অংশে আক্রমণ করে : ফুল
Causes of disease: 1. Natural causes 2. Lack of sap in the soil 3. Insect attack 4. Disease attack
Types of damage: Due to natural causes, lack of sap in the soil or due to insect attack, mango buds may drop.
Stages of crop attacked: fruit growing stage, flowering stage
Part of the crop attacked : Flowers”
“১। প্রাকৃতিক কারণঃ অতিরিক্ত গুটি ঝরে না পড়লে আমের আকার ছোট হয় এবং আমের গুণগত মান ও ফলন কমে যায়। প্রতিটি মুকুলে একটি করে গুটি থাকলে সে বছর আমের বাম্পার ফলন হয়। তবে প্রতি মুকুলে আমের সংখ্যা বাড়ানোর জন্য ফুল ফোটার ১০ ও ২০ দিন পর দুইবার ১০ লিটার পানিতে ছয় গ্রাম হারে বোরিক অ্যাসিড স্প্রে করলে ভালো ফলন পাওয়া যায়। আবার ফুল ফোটা অবস্থায় জিবেরেলিক অ্যাসিড প্রতি লিটার পানিতে ৫০ মিলিগ্রাম হারে স্প্রে করলে আমের গুটি ঝরা কমে যায়।
২।মাটিতে রসের অভাব হলেঃ মাটিতে রসের অভাবে আমের গুটি ঝরে গেলে গাছের চার পাশে নিয়মিত সেচ দিতে হবে। আমের গুটি মটরদানার মতো হলেই প্রথমে একবার গাছের গোড়ায় পানি সেচ দিতে হবে। প্রথম সেচ দেয়ার পর থেকে বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত ১৫ দিন পরপর সেচ দিতে হবে। সেচের পাশাপাশি হরমোন প্রয়োগ করেও আমের গুটি ঝরা কমানো যায়। যেমন, আমের গুটি মটরদানার মতো হলে প্রতি লিটার পানিতে ২০ গ্রাম ইউরিয়া সার অথবা প্রতি ৪.৫ লিটার পানিতে দুই মিলিলিটার হারে প্লানোফিক্স হরমোন পানিতে মিশিয়ে আমের গুটিতে স্প্রে করলে গুটি ঝরা কমে যায়।ঔষধ স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে।
পূর্ব-প্রস্তুতি :
১। গাছে নিয়মিত পানিসেচ, পরিমিত মাত্রার জৈব সার/ কম্পোস্ট এবং রাসায়নিক সার প্রয়োগ করতে হবে।
২।গাছের মরা এবং ঘন ডালপালা নিয়মিত ছাটাই করতে হবে।
অন্যান্য :
মকুল ফোটা অবস্থায় কোনোভাবেই স্প্রে করা ঠিক নয়। এ সময় প্রচুরসংখ্যক উপকারী পোকা আমবাগানে আসে এবং পরাগায়ণে সহযোগিতা করে। মনে রাখতে হবে, গাছে মুকুল আসার পর সঠিকভাবে দুইবার স্প্রে করতে পারলে গাছে প্রচুর আম থাকবে।
1. Natural cause: If the excess pulp is not shed, the size of the mango is reduced and the quality and yield of the mango is reduced. A bumper crop of mangoes that year if there is one pod on each bud. However, to increase the number of mangoes per bud, spraying boric acid at the rate of six grams per 10 liters of water twice after 10 and 20 days after flowering gives good yield. Again, spraying gibberellic acid at the rate of 50 mg per liter of water at the time of flowering will reduce mango powdery mildew.
2. If there is lack of juice in the soil: If the mango pods fall due to lack of juice in the soil, regular irrigation should be done on all sides of the tree. Water should be irrigated at the base of the plant once the mango pods are like peas. Irrigation should be done continuously for 15 days from the first irrigation till the rainfall. In addition to irrigation, application of hormones can also reduce mango powdery mildew. For example, if mango pods are like peas, 20 grams of urea fertilizer per liter of water or two milliliters of Planofix hormone per 4.5 liters of water will be sprayed on the mango pods to reduce the drop.
Pre-Preparation:
1. Regular irrigation, moderate amount of organic manure/compost and chemical fertilizers should be applied to the plants.
2. Dead and thick branches of trees should be pruned regularly.
Others:
It is not advisable to spray in case of bud break. During this time, a large number of beneficial insects visit the honey garden and assist in pollination. It should be remembered that if the tree is sprayed correctly twice after budding, there will be plenty of mangoes on the tree.”
রোগের কারণ : ছত্রাক ক্ষতির ধরণ : আম মোটর দানার মত হলেই এই রোগ দেখা দিতে পারে, আক্রন্ত আমের শরীর বাদামি রং ধারন করে, খোসা ফেটে যায় এবং খসখসে হয়ে যায়। আক্রান্ত আমের বৃদ্ধি বাধাগ্রস্থ হয়, কয়েকদিনের মধ্যেই ঝরে পড়ে।আমের শরীর খসখসে অমসৃণ হওয়ার কারণে বাজার দাম কমে যায়। ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : ফলের বাড়ন্ত পর্যায় , ফল পরিপক্ব ফসলের যে অংশে আক্রমণ করে : ফল Cause of disease: Fungus Pattern of damage: This disease can occur only when the mangoes are mottled, the body of the infected mangoes becomes brown, the peel cracks and becomes scaly. Infected mangoes are stunted in growth, drop off within a few days. Market prices fall due to roughness of the mango body. Crop stage attacked: fruit growing stage, fruit maturity Part of the crop attacked : Fruit |
“কার্বেন্ডাজিম জাতীয় ছত্রাকনাশক (যেমন এইমকোজিম ২০ গ্রাম) প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে প্রতি ৫ শতকে ১২-১৫ দিন পর পর ২-৩ বার ভালভাবে স্প্রে করতে হবে।ঔষধ স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে।
পূর্ব-প্রস্তুতি :
গাছের মরা এবং ঘন ডালপালা নিয়মিত ছাটাই করতে হবে।
আক্রমন দেখা দেয়া মাত্রই আক্রান্ত স্থানের বাকল (কিছুটা ভাল টিস্যু সহ) তুলে ফেলতে হবে এবং সেখানে বোর্দ পেস্ট লাগাতে হবে (১০০ গ্রাম তুতে ১০০গ্রাম চুন ১ লিটার পানিতে মিশিয়ে বোর্দ পেস্ট তৈরি করা যায়) ২। যেসব গাছে বোর্দপেস্ট লাগানো সম্ভব না সেসব গাছে বোর্দ মিক্সার স্প্রে করতে হবে ( ১০ গ্রাম তুতে ১০গ্রাম চুন ১লিটার পানিতে মিশিয়ে বোর্দ মিক্সার তৈরি করা যায় )।
Carbendazim type fungicide (such as Emcozim 20 gm) should be mixed with every 10 liters of water and sprayed well every 12-15 days for 2-3 times. Care should be taken while spraying the medicine.
Pre-Preparation:
Dead and thick branches should be pruned regularly.
Others:
As soon as the attack appears, the bark of the affected area (with some good tissue) should be removed and board paste should be applied there (board paste can be made by mixing 100 grams of bark with 100 grams of lime in 1 liter of water) 2. Board mixer should be sprayed on the trees where it is not possible to apply board paste (board mixer can be made by mixing 10 grams of lime with 10 grams of lime in 1 liter of water).
“
“রোগের স্থানীয় নাম : মহালাগা
রোগের কারণ : ছত্রাক
ক্ষতির ধরণ : হপার পোকা আমের মুকুল থেকে অতিরিক্ত রস খায় এবং পাতার উপরে মধু জাতীয় তরল (হানি ডিউ) নিঃসরণ করে। উক্ত হানি ডিউ এর উপরে ছত্রাকের কনিডিয়া জন্মায় এবং কালো আবরনের সৃষ্টি করে। হপার ছাড়াও ছাতরা পোকা ও স্কেল পোকা হানি ডিউ নিঃসরণ করে এবং ঝুল রোগের আক্রমনের সহায়তা করে।
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : যেকোন অবস্থা
ফসলের যে অংশে আক্রমণ করে : পাতা , ফল
Local name of the disease: Mahalaga
Cause of disease: Fungus
Type of damage: Hopper insects feed on excess sap from mango buds and secrete a honey-like liquid (honey dew) on the leaves. Fungal conidia grow on the honeydew and form a black coating. In addition to hoppers, umbels and scale insects secrete honeydew and help fight blight.
Stage of crop attacked : Any condition
Parts of the crop attacked: leaves, fruits”
“আমের মুকুল যখন ২ থেকে ৩ ইঞ্চি লম্বা হয় তখন প্রথমবার এবং আম যখন মটর দানার মতো আকার ধারণ করে তখন দ্বিতীয়বার সাইপারমেথ্রিন জাতীয় কীটনাশক (রিপকর্ড বা সিমবুস বা ফেনম বা এরিভো ১০ ইসি প্রতি ১০লিটার পানিতে ১০ মিলিলিটার মিশিয়ে) পুরো গাছে স্প্রে করতে হবে। আমের হপার পোকার কারণে যেহেতু সুটিমোল্ড বা ঝুল রোগের আক্রমণ ঘটে তাই রোগ দমনের সালফার জাতীয় ছত্রাকনাশক যেমন: কুমুলাস ডিএফ ৪০ গ্রাম ১০ লিটার বা থিওভিট ৪০ গ্রাম ১০ লিটার পানিতে মিশিয়ে) ১০ দিন পর পর ২-৩ বার শেষ বিকেলের দিকে স্প্রে করুন।ঔষধ স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে।
পূর্ব-প্রস্তুতি :
বাগান পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে যাতে পোকামাকড়ের আক্রমন কম হয়।
The first time when mango buds are 2 to 3 inches long and the second time when mangoes are pea-sized, insecticides like cypermethrin (Ripcord or Symbus or Phenom or Erivo 10 EC mixed with 10 ml per 10 liters of water) should be sprayed on the whole plant. As mango hopper is attacked by sootymold or blight disease, spray sulfur fungicide like: Cumulus DF 40 gms in 10 liters or Thiovit 40 gms in 10 liters of water) every 10 days 2-3 times in the late afternoon. Be careful.
Pre-Preparation:
The garden should be kept clean so that insect attack is less.
“
রোগের কারণ : ছত্রাক ক্ষতির ধরণ : আক্রান্ত কান্ডের মাথায় অসংখ্য নতুন কুঁড়ি বের হয়, কুঁড়ি সমূহ শক্ত এবং ছোট ছোট পাতা বিশিষ্ট হয়। মারাত্মক ভাবে আক্রান্ত গাছের বৃদ্ধি বন্ধ হয়ে গাছ মারা যায়। রোগাক্রান্ত মুকুলে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র শাখা বের হয়, শাখা গুলো মোটা ও তুলনামুলকভাবে শক্ত হয়ে থাকে। ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : চারা , ফলের বাড়ন্ত পর্যায় , ফল পরিপক্ব ফসলের যে অংশে আক্রমণ করে : কাণ্ড , ডগা Cause of disease: Fungus Pattern of damage: Infected stems produce numerous new buds, the buds are hard and have small leaves. Severely affected plants stop growing and die. The diseased buds produce numerous small branches, the branches are thick and relatively stiff. Crop stage attacked: seedling, fruit growing stage, fruit maturity Part of the crop attacked: stem, tip |
“কার্বেন্ডাজিম জাতীয় ছত্রাকনাশক (যেমন- এইমকোজিম ২০ গ্রাম) প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে প্রতি ৫ শতকে ১২-১৫ দিন পর পর ২-৩ বার ভালভাবে স্প্রে করতে হবে।ঔষধ স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে।
পূর্ব-প্রস্তুতি :
রোগমুক্ত গাছ থেকে সায়ন সংগ্রহ করতে হবে। প্রাথমিক অবস্থায় দেখা গেলে আক্রান্ত কুঁড়ি ভেঙ্গে ফেলে দিতে হবে।
অন্যান্য :
বিকৃত মুকুলগুলো কেটে ফেলে দিতে হবে।
Carbendazim fungicide (eg Emcozim 20 grams) should be mixed with every 10 liters of water and sprayed well 2-3 times every 5th century for 12-15 days. Care should be taken while spraying the medicine.
Pre-Preparation:
Scions should be collected from disease free plants. If seen in the initial stage, the affected buds should be broken and thrown away.
Others:
Distorted buds should be cut off.”
রোগের কারণ : শৈবাল ক্ষতির ধরণ : প্রথমে পাতায় সবুজ রঙের দাগ পড়ে, পরে এই দাগ লালচে বাদামি রঙ ধারন করে, দাগ গুলি গোলাকার এবং উচু মনে হয়। কয়েকটি দাগ একত্রিত হয়ে বড় দাগের সৃষ্টি করে। ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : যেকোন অবস্থা ফসলের যে অংশে আক্রমণ করে : পাতা Disease Cause: Algae Pattern of damage: First green spots appear on the leaves, later these spots turn reddish brown, the spots appear round and elevated. A few spots coalesce to form a large spot. Stage of crop attacked : Any condition Part of the crop attacked: Leaves |
টেবুকোনাজল জাতীয় ছত্রাকনাশক (যেমন: ফলিকুর ১০ মিলি প্রতি ১০ লিটার পানিতে) অথবা হেক্সাকোনাজল জাতীয় ছত্রাকনাশক (যেমন: ১০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে) ১০ দিন পরপর আক্রমণের শুরু থেকে মোট ২-৩ বার প্রয়োগ করুন। ঔষধ স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে। পূর্ব-প্রস্তুতি : রোগ প্রতিরোধী জাত নির্বাচন করতে হবে। অন্যান্য : আক্রমন দেখা দেয়া মাত্রই আক্রান্ত স্থানের বাকল (কিছুটা ভাল টিস্যু সহ) তুলে ফেলতে হবে এবং সেখানে বোর্দ পেস্ট লাগাতে হবে (১০০ গ্রাম তুতে ১০০গ্রাম চুন ১ লিটার পানিতে মিশিয়ে বোর্দ পেস্ট তৈরি করা যায়)। যেসব গাছে বোর্দপেস্ট লাগানো সম্ভব না সেসব গাছে বোর্দ মিক্সার স্প্রে করতে হবে ( ১০ গ্রাম তুতে ১০গ্রাম চুন ১লিটার পানিতে মিশিয়ে বোর্দ মিক্সার তৈরি করা যায়)। Apply tebuconazole type fungicide (eg: Folicur 10 ml per 10 liters of water) or hexaconazole type fungicide (eg: 10 ml mixed per 10 liters of water) every 10 days for a total of 2-3 times from the onset of attack. Care must be taken when spraying the medicine. Pre-Preparation: Disease resistant varieties should be selected. Others: As soon as the infestation appears, the bark of the affected area (with some good tissue) should be removed and board paste should be applied there (Board paste can be made by mixing 100 grams of bark with 100 grams of lime in 1 liter of water). Board mixer should be sprayed on the trees where it is not possible to apply board paste (board mixer can be made by mixing 10 grams of lime with 10 grams of lime in 1 liter of water). |
“রোগের কারণ : ছত্রাক
ক্ষতির ধরণ : প্রাথমিক পর্যায়ে গাছের কাণ্ড, শাখা-প্রশাখা থেকে বিন্দু বিন্দু আঠা বা রস বের হয়। আস্তে আস্তে কাণ্ডের বিভিন্ন জায়গা থেকে আঠা বের হওয়া শুরু করে এবং আক্রান্ত ডগাটি বিবর্ণ হতে শুরু করে। এরপর পাশের ডালে ও একই ধরনের সম্যস্যা দেখা দেয় এভাবে পুরা গাছটি আক্রান্ত হয়ে মারা যায়।
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : যেকোন অবস্থা
ফসলের যে অংশে আক্রমণ করে : কাণ্ড
Type of damage: At the initial stage, gum or sap comes out from the tree trunk, branches. Slowly the gum starts coming out from different parts of the stem and the affected tip starts to fade. Then the same problem occurs on the adjacent branches and thus the whole tree gets infected and dies.
Stage of crop attacked : Any condition
Part of the crop attacked: stem”
“ম্যানকোজেব জাতীয় ছত্রাকনাশক (যেমন রিডোমিল গোল্ড ২০ গ্রাম মিশিয়ে) অথবা কার্বেন্ডাজিম জাতীয় ছত্রাকনাশক (যেমন-এইমকোজিম ২০ গ্রাম) প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে) ১০ দিন পরপর ২-৩ বার শেষ বিকেলে স্প্রে করুন। ঔষধ স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে।
পূর্ব-প্রস্তুতি :
গাছে নিয়মিত পানিসেচ, পরিমিত মাত্রার জৈব সার/কম্পোস্ট এবং রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। গাছের মরা এবং ঘন ডালপালা নিয়মিত ছাটাই করতে হবে ।
অন্যান্য :
আক্রমণ দেখা দেয়া মাত্রই আক্রান্ত স্থানের বাকল (কিছুটা ভাল টিস্যু সহ) তুলে ফেলতে হবে এবং সেখানে বোর্দ পেস্ট লাগাতে হবে (১০০ গ্রাম তুতে ১০০গ্রাম চুন ১ লিটার পানিতে মিশিয়ে বোর্দ পেস্ট তৈরি করা যায়) ২। যেসব গাছে বোর্দপেস্ট লাগানো সম্ভব না সেসব গাছে বোর্দ মিক্সার স্প্রে করতে হবে ( ১০ গ্রাম তুতে ১০গ্রাম চুন ১ লিটার পানিতে মিশিয়ে বোর্দ মিক্সার তৈরি করা যায় )
Mancozeb fungicide (eg Ridomil Gold mixed with 20 gm) or Carbendazim fungicide (eg Emcozym 20 gm mixed with 10 liters of water) spray every 10 days 2-3 times in the late afternoon. Care must be taken when spraying the medicine.
Pre-Preparation:
Regular irrigation, moderate amount of organic manure/compost and chemical fertilizers should be applied to the plants. Dead and thick branches of trees should be pruned regularly.
Others:
As soon as the attack appears, the bark of the affected area (with some good tissue) should be removed and board paste should be applied there (board paste can be made by mixing 100 grams of bark with 100 grams of lime in 1 liter of water) 2. Board mixer should be sprayed on the plants where it is not possible to apply board paste.”
“রোগের কারণ : ছত্রাক
ক্ষতির ধরণ : প্রাথমিক পর্যায়ে গাছের কাণ্ড, শাখা-প্রশাখা থেকে বিন্দু বিন্দু আঠা বা রস বের হয়। আস্তে আস্তে কাণ্ডের বিভিন্ন জায়গা থেকে আঠা বের হওয়া শুরু করে এবং আক্রান্ত ডগাটি বিবর্ণ হতে শুরু করে। এরপর পাশের ডালে ও একই ধরনের সম্যস্যা দেখা দেয় এভাবে পুরা গাছটি আক্রান্ত হয়ে মারা যায়।
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : যেকোন অবস্থা
ফসলের যে অংশে আক্রমণ করে : কাণ্ড
Type of damage: At the initial stage, gum or sap comes out from the tree trunk, branches. Slowly the gum starts coming out from different parts of the stem and the affected tip starts to fade. Then the same problem occurs on the adjacent branches and thus the whole tree gets infected and dies.
Stage of crop attacked : Any condition
Part of the crop attacked: stem”
ম্যানকোজেব জাতীয় ছত্রাকনাশক (যেমন রিডোমিল গোল্ড ২০ গ্রাম মিশিয়ে) অথবা কার্বেন্ডাজিম জাতীয় ছত্রাকনাশক (যেমন-এইমকোজিম ২০ গ্রাম) প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে) ১০ দিন পরপর ২-৩ বার শেষ বিকেলে স্প্রে করুন। ঔষধ স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে। পূর্ব-প্রস্তুতি : গাছে নিয়মিত পানিসেচ, পরিমিত মাত্রার জৈব সার/কম্পোস্ট এবং রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। গাছের মরা এবং ঘন ডালপালা নিয়মিত ছাটাই করতে হবে । অন্যান্য : আক্রমণ দেখা দেয়া মাত্রই আক্রান্ত স্থানের বাকল (কিছুটা ভাল টিস্যু সহ) তুলে ফেলতে হবে এবং সেখানে বোর্দ পেস্ট লাগাতে হবে (১০০ গ্রাম তুতে ১০০গ্রাম চুন ১ লিটার পানিতে মিশিয়ে বোর্দ পেস্ট তৈরি করা যায়) ২। যেসব গাছে বোর্দপেস্ট লাগানো সম্ভব না সেসব গাছে বোর্দ মিক্সার স্প্রে করতে হবে ( ১০ গ্রাম তুতে ১০গ্রাম চুন ১ লিটার পানিতে মিশিয়ে বোর্দ মিক্সার তৈরি করা যায় ) Mancozeb fungicide (eg Ridomil Gold mixed with 20 gm) or Carbendazim fungicide (eg Emcozym 20 gm mixed with 10 liters of water) spray every 10 days 2-3 times in the late afternoon. Care must be taken when spraying the medicine. Pre-Preparation: Regular irrigation, moderate amount of organic manure/compost and chemical fertilizers should be applied to the plants. Dead and thick branches of trees should be pruned regularly. Others: As soon as the attack appears, the bark of the affected area (with some good tissue) should be removed and board paste should be applied there (board paste can be made by mixing 100 grams of bark with 100 grams of lime in 1 liter of water) 2. Board mixer should be sprayed on the plants where it is not possible to apply board paste. |
রোগের কারণ : ছত্রাক ক্ষতির ধরণ : প্রথমে বোঁটায় কাল দাগ দেখা যায়, দাগ দ্রুত বাড়তে থাকে এবং গোলাকার হয়ে বোঁটার চারিদিকে ছড়িয়ে পড়ে। আম ২/৩ দিনের মধ্যেই ফল পচিয়ে ফেলে। ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : ফল পরিপক্ব ফসলের যে অংশে আক্রমণ করে : ফল Cause of disease: Fungus Pattern of damage: First black spot appears on the spot, the spot grows rapidly and becomes round and spreads around the spot. Mango fruits rot within 2/3 days. Stage of crop attacked: Fruit maturity Part of the crop attacked : Fruit |
গাছ থেকে আম পাড়ার পরেই গরম পানিতে (৫৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় ৫ মিনিট) ডুবিয়ে রাখার পর শুকিয়ে নিতে হবে অথবা কার্বেন্ডাজিম জাতীয় ছত্রাকনাশক (যেমন- এইমকোজিম ২০ গ্রাম) প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে প্রতি ৫ শতকে ১২-১৫ দিন পর পর ২-৩ বার ভালভাবে স্প্রে করতে হবে।ঔষধ স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে। পূর্ব-প্রস্তুতি : মেঘ মুক্ত রৌদ্রজ্জল দিনে আম গাছ থেকে পাড়তে হবে এবং পাড়ার সময় যাতে আঘাত না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। বোঁটা কয়েক সেন্টিমিটার লম্বা রেখে আম পাড়লে এ রোগের সাম্ভাবনা কিছুটা কম থাকে। অন্যান্য : আম পাড়ার সাথে সাথে গাছতলায় না রেখে অন্যত্র সরিয়ে ফেলতে হবে। After harvesting, mangoes should be soaked in hot water (55 degrees Celsius for 5 minutes) and then dried or Carbendazim fungicide (eg Emcozim 20 g) should be mixed in every 10 liters of water 2-3 times every 12-15 days after every 5 centuries. Spray well. Care should be taken while spraying the medicine. Pre-Preparation: Mangoes should be plucked from the tree on a cloudless sunny day and care should be taken not to injure them while plucking. If the mangoes are planted keeping the pods a few centimeters long, the probability of this disease is somewhat less. Others: As soon as the mangoes are laid, they should be removed from the tree. |
রোগের স্থানীয় নাম : পঁচাড়ি রোগ রোগের কারণ : ছত্রাক ক্ষতির ধরণ : গাছের পাতা, কান্ড, মুকুল ও পরে বাদামি রঙের দাগ পড়ে। এ রোগে আক্রান্ত মুকুল ঝরে যায়, আমের গায়ে কালচে দাগ পড়ে এবং আম পচে যায়।আক্রান্ত ছোট আম কালো হয়ে ঝরে পড়ে। ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : ফলের বাড়ন্ত পর্যায় ফসলের যে অংশে আক্রমণ করে : ফল , সম্পূর্ণ গাছ Cause of disease: Fungus Type of damage: Leaves, stems, buds and later brown spots. Buds affected by this disease fall off, black spots appear on the mango and the mango rots. Infected small mangoes turn black and fall off. Stage of crop attacked: Fruit growing stage Crop parts attacked: Fruits, whole plants |
মুকুলে আক্রমন প্রতিহত করতে হলে ম্যানকোজেব জাতীয় ছত্রাকনাশক (যেমন রিডোমিল গোল্ড/ডায়থেন এম -৪৫/ পেনকোজেব / ইন্দোফিল এম-৪১০ লিটার পানিতে ২০ গ্রাম মিশিয়ে) ভালভাবে স্প্রে করতে হবে। মুকুল ১০-১৫ সে মি লম্বা হলেই প্রথম স্প্রে করতে হবে, এর পর আম মোটর দানার মত হলে আর একবার স্প্রে করতে হবে। কীটনাশকের সাথে একত্রে ছত্রাক নাশক মিশিয়ে ও স্প্রে করা যায়। বাড়ন্ত আমকে রোগমুক্ত রাখতে হলে আম সংগ্রহের ১৫ দিন আগ পর্যন্ত ম্যানকোজেব জাতীয় ছত্রাকনাশক ( ডায়থেন এম -৪৫/ পেনকোজেব / ইন্দোফিল এম-৪ প্রতি ১০ লিটার পানিতে ২০ গ্রাম মিশিয়ে) অথবা কার্বেন্ডাজিম জাতীয় ছত্রাকনাশক (যেমন- এইমকোজিম ২০ গ্রাম) ১০ লিটার পানিতে মিশিয়ে ১০ দিন পরপর ২-৩ বার শেষ বিকেলে স্প্রে করুন। গাছ থেকে আম পাড়ার পরেই গরম পানিতে (৫৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় ৫ মিনিট ) ডুবিয়ে রাখার পর শুকিয়ে গুদামজাত করতে হবে, তাহলে আম জীবানুমুক্ত হবে এবং রোগাক্রান্ত হয়ে থাকলে রোগ মুক্ত হবে।ঔষধ স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে। Mancozeb fungicides (eg Ridomil Gold / Dithen M-45 / Pencozeb / Indofil M-410 mixed with 20 gms per liter of water) should be sprayed well to prevent bud attack. The first spray should be done when the bud is 10-15 cm long, after that it should be sprayed once more when the mango is like motor grains. Fungicides can be mixed and sprayed along with insecticides. To keep the growing mangoes disease-free, Mancozeb fungicide (Diathan M-45/Pencozeb/Indofil M-4 mixed with 20 grams per 10 liters of water) or Carbendazim fungicide (e.g. Emcozym 20 grams) mixed with 10 liters of water until 15 days before harvesting. Spray 2-3 times a day in the late afternoon. After picking the mangoes from the tree, they should be soaked in hot water (55 degrees Celsius for 5 minutes) and then dried and stored. |
Don’t miss our future updates! Get Subscribed Today!
Copyright © 2023 কৃষিবাড়ি . All Rights Reserved.
Design and Developed By Banglamark FinTech