পাটের-কীটপতঙ্গ

পোকার নাম – চেলে পোকা (Jute Apion)

ক্ষতি/আক্রমণের প্রকৃতি –

পাটের চারা যখন ১২-১৫ সেমিঃ লম্বা হয় তখন এ পোকার আক্রমন হয়। চারা অবস্থায় এরা আলপিনের মত সূক্ষ্ম ছিদ্র করে পাতা খায় ।স্ত্রী পোকা শুঁড় দ্বারা গাছের ডগা ও গিটে ছিদ্র করে ডিম পাড়ে। ডিম ফুটে কীড়া বের হয়। এরা কাণ্ড ছিদ্র করে কাণ্ডের ভিতেরে চলে যায় এবং কাণ্ডের ছাল ও অন্যান্য কলা (টিস্যু) খেয়ে কাণ্ডের ভিতর মজ্জাতে প্রবেশ করে বড় হতে থাকে। আক্রান্ত স্থান হতে এক প্রকার আঠালো পদার্থ বের হয় এবং কীড়ার মলের সাথে মিশে শক্ত গিঁটের সৃষ্টি করে। পাট পচানোর সময় গিঁট পচে না। কোন কোন সময় ফল ও পোকা দ্বারা আক্রান্ত হয়। ইহা মুখ্য মাকড় হিসাবে চিহ্নিত । When jute seedlings are 12-15 cm tall, this insect attacks. In the seedling stage, they eat the leaves by making fine holes like the alpine. The female insect lays eggs by piercing the tip of the plant and the gizzard with its proboscis. Eggs hatch and worms emerge. They penetrate the trunk and enter the trunk by eating the bark and other tissues and grow inside the trunk. A sticky substance oozes from the affected area and mixes with the worm’s excrement to form a tight nodule. Knots do not decompose during jute decomposition. Sometimes fruits and insects are attacked. It is identified as the main spider.

সমন্বিত দমন ব্যবস্থাপনা-

পাট ক্ষেতের আশে পাশে বনওকড়া গাছ ও অন্যান্য আগাছা থাকলে তা পরিষ্কার রাখতে হবে । If there are bonokra trees and other weeds around the jute field, it should be kept clean.

জৈবিক পদ্ধতিতে দমন-

আক্রান্ত গাছ সংগ্রহ করে পুতে ফেলুন এবং ক্ষেত পরিস্কার রাখুন Collect and burn the affected plants and keep the field clean

রাসায়নিক পদ্ধতিতে দমন-

আক্রান্ত গাছ সংগ্রহ করে পুতে ফেলা, ক্ষেত পরিস্কার রাখা, আক্রমন বেশী হলে বালাইনাশক ব্যবহার করতে হবে। কার্বারিল জাতীয় কীটনাশক (যেমন: সেভিন ৩০ গ্রাম ১০ লিটার পানিতে মিশিয়ে) অথবা ডায়াজিনন জাতীয় কীটনাশক (যেমন: সার্বিয়ন ৬০ ইসি ৩০ মিলিলিটার প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে) স্প্রে করতে হবে । ঔষধ স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে। Infected trees should be collected and burnt, fields should be kept clean, pesticides should be used if the infestation is high. Carbaryl insecticides (eg: Sevin 30 grams mixed in 10 liters of water) or Diazinon insecticides (eg: Serbion 60 EC mixed in 30 ml per 10 liters of water) should be sprayed. Care must be taken when spraying the medicine.

পোকার নাম – ঘোড়া পোকা (Jute Semi-lopper)

ক্ষতি/আক্রমণের প্রকৃতি –

ডিম ফুটে কীড়া বের হওয়ার পর পরই এরা পাট গাছের কচি ডগা ও পাতা আক্রমন করে। প্রথম অবস্থায় পাতা ছিদ্র করে খায় এবং বড় হতে থাকলে পুরো পাতা খেয়ে ফেলে। কোন কোন সময় কচি ডগা খেয়ে ফেলে এবং বারংবার কচি ডগাকে আক্রমন করার ফলে গাছের আগা নষ্ট হয়ে যায় এবং শাখা- প্রশাখা বের হয়। এতে পাটের ফলন ও আঁশের গুনগত মান কমে যায় । ইহা মুখ্য পোকা হিসাবে চিহ্নিত । After the eggs hatch, they attack the young tips and leaves of the jute plant. In the first stage it eats the leaves and when it grows it eats the whole leaf. Sometimes the young tip is eaten and repeated attacks on the young tip lead to loss of the plant stem and branching. It reduces the yield and fiber quality of jute. It is identified as the main insect.

সমন্বিত দমন ব্যবস্থাপনা-

কেরোসিন মেশানো দড়ি গাছের উপর দিয়ে টেনে দিলে পোকার আক্রমণ কমে যায় । Rope mixed with kerosene is pulled over the tree to reduce insect attacks.

জৈবিক পদ্ধতিতে দমন-

শালিক বা ময়না পাখি ঘোড়া পোকা খেতে পছন্দ করে। পাট ক্ষেতে গাছের ডাল পুঁতে পাখি বসার সুযোগ করলে এরা পোকা খেয়ে পোকার সংখ্যা কমিয়ে ফেলে। Starling or Myna bird likes to eat horse insects. If birds are allowed to sit on tree branches in jute fields, they eat insects and reduce the number of insects.

রাসায়নিক পদ্ধতিতে দমন-

আক্রমনের মাত্রা বেশী হলে বালাইনাশক ব্যবহার করা যেতে পারে হেয়াজিনন বা ডায়াজিনন জাতীয় কীটনাশক (যেমন: সার্বিয়ন ৬০ ইসি ৩০ মিলিলিটার প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে) অথবা সাইপারমেথ্রিন জাতীয় কীটনাশক (যেমন: রিপকর্ড ১০ ইসি বা ওস্তাদ ২০ মিলিলিটার প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে অথবা সিমবুশ ১০ ইসি ৫ মিলিলিটার প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে) ১০ দিন পরপর ২-৩ বার স্প্রে করুন।ঔষধ স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে। If the level of infestation is high, insecticides such as Heazinon or Diazinon (eg: Serbion 60 EC 30 ml per 10 liters of water) or Cypermethrin (eg Ripcord 10 EC or Ustad 20 ml per 10 liters of water) or Simbush 10 can be used. Mix EC 5 ml per 10 liters of water) spray 2-3 times every 10 days. Care should be taken while spraying the medicine.

পোকার নাম – কালো বিছা পোকা (Jute hairy caterpillar)

ক্ষতি/আক্রমণের প্রকৃতি –

জুন মাসের প্রথম হতে জুলাই মাস পর্যন্ত আক্রমনের সময় । প্রাথমিক অবস্থায় কীড়া পাতার সবুজ অংশ খায় এবং ক্রমেই বড় হতে থাকে পরে পাতা খায় ও গাছের বৃদ্ধি প্রতিহত করে। এ পোকা গাছের গৌণ পোকা হিসেবে চিহ্নিত। The period of invasion is from the first of June to the month of July. In the initial stages the caterpillars feed on the green part of the leaves and gradually grow larger, later eating the leaves and stunting the growth of the plant. This insect is identified as a secondary insect of the tree.

সমন্বিত দমন ব্যবস্থাপনা-

কেরোসিন মেশানো দড়ি গাছের উপর দিয়ে টেনে দিলে পোকার আক্রমণ কমে যায় । Rope mixed with kerosene is pulled over the tree to reduce insect attacks.

জৈবিক পদ্ধতিতে দমন-

শালিক বা ময়না পাখি ঘোড়া পোকা খেতে পছন্দ করে। পাট ক্ষেতে গাছের ডাল পুঁতে পাখি বসার সুযোগ করলে এরা পোকা খেয়ে পোকার সংখ্যা কমিয়ে ফেলে। Starling or Myna bird likes to eat horse insects. If birds are allowed to sit on tree branches in jute fields, they eat insects and reduce the number of insects.

রাসায়নিক পদ্ধতিতে দমন-

আক্রমনের মাত্রা বেশী হলে বালাইনাশক ব্যবহার করা যেতে পারে হেয়াজিনন বা ডায়াজিনন জাতীয় কীটনাশক (যেমন: সার্বিয়ন ৬০ ইসি ৩০ মিলিলিটার প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে) অথবা সাইপারমেথ্রিন জাতীয় কীটনাশক (যেমন: রিপকর্ড ১০ ইসি বা ওস্তাদ ২০ মিলিলিটার প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে অথবা সিমবুশ ১০ ইসি ৫ মিলিলিটার প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে) ১০ দিন পরপর ২-৩ বার স্প্রে করুন।ঔষধ স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে। If the level of infestation is high, insecticides such as Heazinon or Diazinon (eg: Serbion 60 EC 30 ml per 10 liters of water) or Cypermethrin (eg Ripcord 10 EC or Ustad 20 ml per 10 liters of water) or Simbush 10 can be used. Mix EC 5 ml per 10 liters of water) spray 2-3 times every 10 days. Care should be taken while spraying the medicine.

পোকার নাম – কাতরি পোকা (Indigo caterpillar)

ক্ষতি/আক্রমণের প্রকৃতি –

“অল্প বয়স্ক কীড়া কুঁড়ি পাতার ভেতর লুকিয়ে থাকে বলেসহজেই চোখে পড়ে না। আক্রান্ত চারা গাছের কচি পাতার উপর পোকার মলের ছোট ছোট কালো রঙের বড়ি এবং ডগার ঝাঁজরা কচি পাতা দেখে এদের আক্রমণ সহজেই চেনা যায়। পূর্ণবয়স্ক কীড়া গাছের মাথার সব পাতাই খেয়ে ফেলে এবং গাছের ডগা পাতাশুন্য করে ফেলে। এতে গাছ দুর্বল হয়ে পড়ে ও গাছের উচ্চতা কমে যায়। ফলে ফলন কমে যায়। এ পোকার আক্রমণে একরে ১.৫ হতে ২ মন পর্যন্ত পাটের ফলন কম হয়। এ পোকা পাটের গৌণ হিসেবে চিহ্নিত। মে থেকে জুন মাসে এদের আক্রমণ দেখা যায়। খরার সময় এদের আক্রমণ বৃদ্ধি পায়। The young caterpillars are hidden inside the leaf buds and are not easily seen. Their attack is easily recognized by seeing small black pills of insect excrement on the young leaves of the affected plants and the young leaves are wrinkled. The adult caterpillar eats all the leaves on the plant head and defoliates the plant tip. This weakens the tree and reduces the height of the tree. As a result the yield decreases. The attack of this insect reduces the yield of jute from 1.5 to 2 maunds per acre. This insect is identified as secondary to jute. Their attacks are seen from May to June. Their attack increases during drought.

জৈবিক পদ্ধতিতে দমন-

আক্রমণ প্রবণ এলাকায় দেরিতে পাট বীজ বপন করে আক্রমণ প্রতিরোধ করা।পাট ক্ষেতে গাছের ডাল পুঁতে পাখি বসার সুযোগ করলে এরা পোকা খেয়ে পোকার সংখ্যা কমিয়ে ফেলে। Prevention of attack by late sowing of jute seeds in areas prone to attack. If birds bury tree branches in jute fields, they will eat insects and reduce the number of insects.

রাসায়নিক পদ্ধতিতে দমন-

আক্রান্ত পাতা কীট সহ সংগ্রহ করে নষ্ট করতে হবে,ক্ষেতে ডাল পালা পুতে পোকা খাদক পাখি বসার ব্যবস্থা করা,আক্রমণ বেশি হলে ডায়াজিনন ১.৫ মিলি/লিটার পানির সাথে মিশিয়ে স্প্রে করা।অথবা কুইনালফস ২০ ইসি, বনুলাক্স ২০ ইসি বা ক্লোরপাইরিফস গ্রুপের যেকোন কীটনাশক ২ মিলি/লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। Infected leaves should be collected and destroyed along with the insects, arranging for insect eating birds to sit on the branches in the field, if the infestation is high, spray with Diazinon 1.5 ml/liter of water. Or Quinalfos 20 EC, Bonulax 20 EC or any insecticide of Chlorpyrifos group. Mix 2 ml/liter of water and spray.

পোকার নাম – লাল মাকড় (Red Mite)

ক্ষতি/আক্রমণের প্রকৃতি –

জুলাই হতে আগস্ট মাস পর্যন্ত আক্রমনের সময় ।প্রথমে এরা পরিপক্ক পাতার উল্টোদিকে বসে রস চুসে খায়, ফলে পাতা হলদে রং ধারণ করে। এরা গাছের নিচের দিকের পাতা খেতে খেতে উপরের দিকে উঠে এবং আক্রমণ ব্যাপক হলে এরা গাছের কচি পাতার রসও খেয়ে ফেলে। ফলে গাছের সব পাতা হলুদ বর্ণের হয়ে যায় এবং পাতা ঝরে পড়ে। লাল মাকড় পাটের জন্য গৌণ ক্ষতিকারক হিসেবে পরিচিত। Infestation period is from July to August. First, they sit on the underside of mature leaves and suck the sap, causing the leaves to turn yellow. They feed on the lower leaves of the plant and climb up and if the attack is extensive, they also eat the sap of the young leaves of the plant. As a result, all the leaves of the plant turn yellow and the leaves fall off. Red spider mite is known to be a minor pest of jute.

রাসায়নিক পদ্ধতিতে দমন-

মাকড়ের আক্রমন বেশি হলে সালফার জাতীয় যে কোন মাকড়নাশক যথা সালফার, সালফোটক্স, সালফেক্স ৮০ ডাব্লিউপি প্রতি ১ লিটার পানিতে ৩-৪ গ্রাম ভালভাবে মিশিয়ে আক্রান্ত পাট গাছে ২দিন পর পর সমস্ত গাছ ভালভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে। If the attack of spiders is high, any sulfur-based insecticide such as Sulphur, Sulfotox, Sulfex 80 WP should be mixed well with 3-4 grams per 1 liter of water and sprayed on the affected jute plants after 2 days.

পোকার নাম – কাটুই বা লেদা পোকা (Cut Worm)

ক্ষতি/আক্রমণের প্রকৃতি –

বৈশাখ মাসের মাঝামাঝি হতে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত এই পোকার আক্রমণ দেখা যায় । কাটুই বা লেদা পোকা শূককীট অবস্থায় পাট গাছের ক্ষতি করে। পোকা চারা গাছের কচি পাতা আক্রমণ করে পরে ডগা কেটে ফেলে। গাছের উচ্চতা ১২০-১৫০ সেমি বা ৩-৪ মিঃ হওয়া পর্যন্ত এই আক্রমণ চলতে থাকে। প্রথমে শূককীটগুলি গাছের কচি পাতা ছিদ্র করে খায়। বড় হওয়ার সাথে সাথে সম্পূর্ণ পাতা খেতে থাকে। এই পোকা সাধারণত দিনে মাটির নিচে থাকে এবং রাতে পাট গাছকে আক্রমণ করে। খাওয়ার পর এই পোকা আবার মাটিতে চলে যায়। এই পোকা মাঠের প্রায় ৮৫% পাট ফসল নষ্ট করে। ইহা গৌণ পোকা হিসাবে চিহ্নিত । The attack of this insect is seen from the middle of the month of Baisakh to the month of Jaishtha. Katui or Leda insect in the larval stage damages the jute plant. The insect attacks the young leaves of the seedling and then cuts off the tips. This attack continues until the plant reaches a height of 120-150 cm or 3-4 m.First, the larvae feed by piercing the young leaves of the plant. Eats entire leaves as it grows. This insect usually stays underground during the day and attacks jute plants at night. After eating, this insect goes back to the ground. This insect destroys about 85% of the jute crop in the field. It is identified as secondary insect.

রাসায়নিক পদ্ধতিতে দমন-

আক্রান্ত ক্ষেতে সেচ দিয়ে ২/১ দিন পানি ধরে রাখতে হবে, আক্রমন বেশী হলে অনুমোদিত কীটনাশক নিদিষ্ট মাত্রায় ব্যবহার করতে হবে।এমন ভাবে স্প্রে করতে হবে যাতে গাছ ও মাটি ভাল ভাবে ভিজে যায় । কীটনাশক কুইনালফস ২০ ইসি, বনুলাক্স ২০ ইসি বা ক্লোরপাইরিফস গ্রুপের যেকোন কীটনাশক ২ মিলি/লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। Water should be retained for 2/1 day by irrigating the affected fields, if the infestation is high, approved insecticides should be used in specific doses. Spraying should be done in such a way that the plants and soil are well wet. Insecticide Quinalfos 20 EC, Bonulax 20 EC or any insecticide of Chlorpyrifos group should be mixed with 2 ml/liter of water and sprayed.

পোকার নাম – হলুদ মাকড় (Yellow mite)

ক্ষতি/আক্রমণের প্রকৃতি –

এপ্রিল হতে সেপ্টেম্বর মাস পর্যন্ত পাট গাছে আক্রমণ করে । ইহা মুখ্য মাকড় হিসাবে চিহ্নিত । হলুদ মাকড় আগার কচি পাতার নিচের দিকে থাকে এবং আক্রমণ করে । কচি পাতার রস চুষে খায়। এতে পাতা কুকড়ে যায় এবং তামাটে রং ধারন করে । শেষ পর্যন্ত আক্রান্ত পাতা পরে যায় । আক্রমণ বেশী হলে পাতা ঝরে পড়ে, গাছের ডগা নষ্ট হয়ে যায় । ফলে গাছের বৃদ্ধি কমে যায় ও পড়ে শাখা-প্রশাখা বের হয় । হলুদ মাকড়ের আক্রমণ গাছের বৃদ্ধি ১৫-১৬ সেমি পর্যন্ত কমে যেতে পারে । Attacks jute plants from April to September. It is identified as the main spider. The yellow spider mite lives and attacks the underside of young leaves of agar. Sucks the juice of young leaves. It causes the leaves to shrivel and turn coppery. Eventually the affected leaves wither. If the attack is more, the leaves fall, the tips of the plants are damaged. As a result, the growth of the tree decreases and branches fall. Yellow spider attack can reduce plant growth up to 15-16 cm.

জৈবিক পদ্ধতিতে দমন-

পাট ক্ষেতের আশপাশ পরিষ্কার ও আগাছা মুক্ত রাখতে হবে । The area around the jute field should be kept clean and weed free.

রাসায়নিক পদ্ধতিতে দমন-

১ঃ২০ অনুপাতে অর্থাৎ ১০০ গ্রাম কাচা নিমপাতা বাটা ২ লিটার পানিতে মিশিয়ে অথবা ২ মিলি নিম তেল ১ লিটার সাবান মিশ্রিত পানির সাথে মিশিয়ে গাছের উল্টো দিকে ছিটালে ভালো ফল পাওয়া যায় । পাটের হলুদ মাকড় দমনের জন্য সালফার গ্রুপের বালাইনাশক যেমন (সালফেক্স ৮০ ডব্লিউপি, সালফটক্স ৮০ ডব্লিউপি, ম্যাক সালফার ৮০ ডব্লিউপি, রনভিট ৮০ ডব্লিউজি) প্রতি লিটার পানিতে ১.৫ গ্রাম মিশিয়ে স্প্রে করতে হবে। Mixing 1:20 ratio ie 100 grams of raw neem leaf paste in 2 liters of water or mixing 2 ml of neem oil with 1 liter of soapy water and sprinkling it on the opposite side of the plant gives good results. To control the yellow spider of jute, sulfur group insecticides like (Sulphex 80 WP, Sulfox 80 WP, Mac Sulfur 80 WP, Ronvit 80 WG) should be sprayed at 1.5 g per liter of water.

পোকার নাম – উড়চুংগা (Field Cricket)

ক্ষতি/আক্রমণের প্রকৃতি –

চৈত্রের মাঝামাঝি থেকে জ্যৈষ্ঠের প্রথম সপ্তাহ পর্যন্ত( এপ্রিলের ১ম সপ্তাহ থেকে মে মাসের শেষ) আক্রমণ করে । পাটের চারা এ পোকা দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। এরা দিনের বেলা গর্তে লুকিয়ে থাকে এবং সন্ধার পর গর্ত হতে বের হয়ে চারা গাছের গোঁড়ার অংশ খায় ও গোড়া কেটে দেয়। এ পোকার আক্রমণের ফলে ক্ষেতের মাঝে মাঝে মরা গাছ দেখা যায়। অনাবৃষ্টির সময় এদের আক্রমন বেড়ে যায় এবং বৃষ্টিপাতের পর এদের আক্রমন কমে যায়। ইহা মুখ্য পোকা হিসাবে চিহ্নিত । Attacks from the middle of Chaitra to the first week of Jaishtha (1st week of April to the end of May). Jute seedlings are damaged by this insect. They hide in the burrows during the day and emerge from the burrows in the evening to eat and cut the roots of the saplings. Due to the attack of this insect, dead trees are sometimes seen in the fields. Their infestation increases during non-rainfall and decreases after rainfall. It is identified as the main insect.

সমন্বিত দমন ব্যবস্থাপনা-

উড়চুংগা আক্রমনের সম্ভবনা থাকলে সাধারন পরিমাণের চেয়ে কিছু বেশি( ২০% হারে) পরিমাণে বীজ বপন করুন। If there is a possibility of fly attack, sow seeds slightly more than the normal amount (at the rate of 20%).

জৈবিক পদ্ধতিতে দমন-

নিকটস্থ জলাশয় থেকে পানি এনে আক্রান্ত জমি ডুবিয়ে দিতে হবে The affected land should be submerged by bringing water from the nearest reservoir

রাসায়নিক পদ্ধতিতে দমন-

আক্রান্ত জমিতে সেচ দেয়া, বিষটোপ ব্যাবহার করা, আক্রমনের মাত্রা বেশী হলে ডার্সবান ২০ ইসি ১.৫ মিলি/ লিটার, ডায়েল্ড্রিন ৪০ ডব্লিউ পি ২মিলি/লিটার বা অলড্রিন ৪০ ইসি ১.৫ মিলি/লিটার পানিতে মিশিয়ে হেক্টরে ২.৫-৩ লিটার স্প্রে করা যেতে পারে। Irrigation of the affected land, use of poison, if the level of infestation is high, spray 2.5-3 liters of Darsban 20 EC 1.5 ml/litre, Dieldrin 40 WP 2ml/litre or Aldrin 40 EC 1.5 ml/litre mixed with water. can be done

পোকার নাম – বিছা পোকা/ শুয়ো পোকা (Jute Hairy Caterpillar)

ক্ষতি/আক্রমণের প্রকৃতি –

ডিম ফুটে বাচ্চা বের হবার পর থেকে এরা পাতার নিচে থাকে ও পাতার সবুজ অংশ খেয়ে পর্দার মতো করে ফেলে। দলবদ্ধভাবে ৬-৭ দিন থাকার পর এরা গাছের সব পাতায় ছড়িয়ে পড়ে ও সবুজ অংশ খেয়ে ফেলে। এ অবস্থায় আক্রান্ত পাতা অনেক দূর থেকে সহজেই চেনা যায়। বড় হবার সাথে সাথে এরা সারা মাঠে ছড়িয়ে পড়ে এবং পুরো পাতা খেয়ে ফসলের ব্যাপক ক্ষতি করে। আক্রমণ বেশি হলে এরা কচি ডগা পর্যন্ত খেয়ে গাছকে পাতাশূন্য বা ডাটাসার করে ফেলে ।ফলে গাছের বৃদ্ধি কমে যায় ও আঁশের ফলন কম হয়।এ পোকা পাটের মুখ্য পোকা হিসেবে চিহ্নিত After the eggs hatch, they stay under the leaves and eat the green part of the leaves and leave them like a curtain. After 6-7 days in groups, they spread to all the leaves of the plant and eat the green part. In this condition, the affected leaves can be easily recognized from a distance. As they grow, they spread throughout the field and cause extensive damage to crops by eating whole leaves. If the attack is more, they eat up to the young tips and make the plant leafless or dataser. As a result, the growth of the plant decreases and the fiber yield is less. This insect is identified as the main insect of jute.

সমন্বিত দমন ব্যবস্থাপনা-

পাট ক্ষেতের আশে পাশে আগাছা থাকলে তা পরিষ্কার করুন । Clear the weeds around the jute field.” জৈবিক পদ্ধতিতে দমন- “পাট কাটার পর গভীরভাবে চাষ করলে পুত্তলীগুলো উপরে উঠে আসে এবং প্রাকৃতিক শত্রু দ্বারা ধ্বংস হয়। Cultivation deeply after jute cutting brings up the bolls and is destroyed by natural enemies.

রাসায়নিক পদ্ধতিতে দমন-

ডিমের গাদাসহ পাতা এবং দলবদ্ধ কীড়া সহ পাতা সংগ্রহ করে পা দ্বারা চেপে মেরে ফেলা অথবা গর্তকরে মাটিতে পুঁতে ফেলা। পাটের বিছা পোকা দমনের জন্য হেয়াজিনন বা ডায়াজিনন ৬০% ইসি, নূভাক্রন ৪০% ইসি, ইকালাক্স ২৫% ইসি ১.৫ মিলি ঔষধ ১ লিটার পানিতে বা ১৮ মিলি ঔষধ ১২ লিটার পানিতে মিশিয়ে অথবা রিপকর্ড ১০% বা সিমবুশ ১০% ইসি অথবা কারাতে ১.৫ ইসি ৬ মিলি ঔষধ ১২ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। Leaves with egg masses and leaves with clustered worms are collected and crushed by foot or buried in soil by burrowing. For control of jute weevils, heyazinon or diazinon 60% EC, Nuvacron 40% EC, Ecalax 25% EC 1.5 ml medicine mixed with 1 liter of water or 18 ml medicine mixed with 12 liters water or Ripcord 10% or Simbush 10% EC or Karate 1. Mix 5 EC 6 ml medicine in 12 liters of water and spray.