- +880 1729 065660
- [email protected]
- KA-6/A, Navana Sylvania Baridhara, Dhaka, Bangladesh
পোকা চেনার উপায় : পূর্ণাঙ্গ পোকা দেখতে লম্বা, কাল মাথা ও ঘাড়, পেটের রঙ হাল্কা বাদামি। পূর্ণাঙ্গ পোকা দেখতে মাছির মত।
ক্ষতির ধরণ : কচি পাতায় পাড়া ডিমের ভিতর ভ্রুণাবস্থায় থাকা প্রথম ধাপের নিম্ফ পাতার ভিতর থেকে রস চুসে খায় এবং এক প্রকার রাসায়নিক পদার্থ নিঃসৃত করে যার কারণে পত্রকক্ষে সুচালো মুখবিশিষ্ট সবুজ রংয়ের মোচাকৃতি গলের সৃষ্টি হয়, যা দেখতে অনেকটা তাবিজ এর মতো। এই গল সৃষ্টি হওয়ার কারণে পত্রকক্ষে আর কোন নতুন পাতা বা মুকুল বের হতে পারে না। গাছে বেশী পরিমানে গল সৃষ্টি হলে গলযুক্ত ডগা শুকিয়ে যায় এবং গাছের বৃদ্ধি কমে যায় ও সেই সাথে আমের ফলন কমে যায়।আক্রমণের পর্যায় : কুশিফসলের যে অংশে আক্রমণ করে : ডগা , কচি পাতাপোকার যেসব স্তর ক্ষতি করে : নিম্ফLocal name of insect : : amulet insect How to identify the insect: full-fledged insect looks long, black head and neck, belly color is light brown. A full-fledged insect looks like a fly.
Type of damage: The first instar nymphs, which lay eggs on young leaves, suck the sap from the leaf and secrete a chemical substance that causes the formation of smooth-faced green galls in the leaf chamber, which look like amulets. Due to the formation of this gall, no new leaves or buds can emerge in the leaf chamber. If there is too much gall in the tree, the galled tip dries up and the growth of the plant slows down and the yield of mangoes also decreases.Stage of attack: KushiParts of the crop attacked: tips, young leavesStages of insects that cause damage: Nymphs”
“অক্টোবর-নভেম্বর মাসে সমস্ত আম গাছ থেকে নিম্ফসহ গল (তাবিজ) সংগ্রহ করে পুড়িয়ে ফেলতে হবে।
In October-November, galls (amulets) along with nymphs should be collected from all mango trees and burnt.”
“সাবানযুক্ত পানি স্প্রে করা যায় অথবা আধাভাঙ্গা নিমবীজের পানি (১ লিটার পানিতে ৫০ গ্রাম নিমবীজ ভেঙ্গে ১২ ঘন্টা ভিজিয়ে রেখে ছেঁকে নিতে হবে) আক্রান্ত গাছে ১০ দিন পর পর ৩ বার স্প্রে করলে পোকা নিয়ন্ত্রন করা যায়। এছাড়াও তামাকের গুড়া (১০গ্রাম), সাবানের গুড়া (৫গ্রাম) ও নিমের পাতার রস প্রতি লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করা যায়।
Soapy water can be sprayed or water of semi-broken neem seeds (50 grams of neem seeds should be broken in 1 liter of water and soaked for 12 hours and filtered) can be controlled by spraying the affected plants 3 times after 10 days. Also, tobacco powder (10 grams), soap powder (5 grams) and neem leaf juice can be mixed in every liter of water.”
“মার্চ এপ্রিল মাসে আম গাছের পাতায় এপসিলা পোকার ডিম পাড়ার ক্ষতচিহ্ন দেখতে পাওয়া গেলে প্রতি লিটার পানির সাথে ডাইমিথয়েট জাতীয় কীটনাশক ২মিলি/ লিটার হারে মিশিয়ে পাতা ও ডালপালা ভালভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে।ডেল্টামেথ্রিন জাতীয় কীটনাশক যেমন মেজর ১ মিলি/লিটার পানিতে দিয়ে স্প্রে করলেও ভালো ফল পাওয়া যাবে।ঔষধ স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে।
In the month of March and April, if the Epsila insect laying lesions are seen on the leaves of the mango tree, spray the leaves and stems with Dimethoate insecticide at the rate of 2 ml/liter per liter of water. Deltamethrin insecticide such as Major 1 ml/liter of water will also give good results. can be found Care must be taken when spraying the medicine.”
“পোকা চেনার উপায় : পূর্ণাঙ্গ পোকা দেখতে লম্বা, কাল মাথা ও ঘাড়, পেটের রঙ হাল্কা বাদামি, দুজোড়া পাখাই স্বচ্ছ।পূর্ণাঙ্গ পোকা দেখতে মাছির মত ক্ষতির ধরণ : স্ত্রী পোকা আমের কচি পাতার নীচের দিকে ছিদ্র করে ডিম পাড়ে। ৩-৪ দিনের মধ্যে ডিম ফুটে বাচ্চা পোকা বের হয়। পরে পাতার কোষ এবং টিস্যু সমুহে প্রবেশ করে রস খাওয়ার কারণে পাতায় গলের সৃষ্টি হয়। অনেক সময় গাছের পাতা শুকিয়ে মারা যেতে পারে। আক্রমণের পর্যায় : কুশি ফসলের যে অংশে আক্রমণ করে : কচি পাতা পোকার যেসব স্তর ক্ষতি করে : কীড়া How to identify the insect: Full-grown insect looks long, dark head and neck, belly color is light brown, two pairs of wings are transparent. Full-grown insect looks like a fly. Mode of damage: The female beetle lays eggs by piercing the underside of young mango leaves. Eggs hatch in 3-4 days and hatch into larvae. Later, leaf gall is formed due to sap entering the cells and tissues of the leaf. Many times the leaves of the plant may dry up and die. Stage of attack: Kushi Part of the crop attacked : Young leaves Levels of insects that damage: Worms ”
“গাছের অতিরিক্ত ডালপালা ছাটাই করে প্রচুর পরিমান আলো বাতাস এর বাবস্থা করতে হবে। আক্রান্ত পাতা সংগ্রহ করে পুড়িয়ে ফেলতে হবে। A lot of light and air should be provided by trimming the excess branches of the tree. Infected leaves should be collected and burnt.” জৈবিক পদ্ধতিতে দমন- “সাবানযুক্ত পানি স্প্রে করা যায় অথবা আধাভাঙ্গা নিমবীজের পানি (১ লিটার পানিতে ৫০ গ্রাম নিমবীজ ভেঙ্গে ১২ ঘন্টা ভিজিয়ে রেখে ছেঁকে নিতে হবে) আক্রান্ত গাছে ১০ দিন পর পর ৩ বার স্প্রে করলে পোকা নিয়ন্ত্রন করা যায়। এছাড়াও তামাকের গুড়া (১০গ্রাম), সাবানের গুড়া (৫গ্রাম) ও নিমের পাতার রস প্রতি লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করা যায়। Soapy water can be sprayed or water of semi-broken neem seeds (50 grams of neem seeds should be broken in 1 liter of water and soaked for 12 hours and filtered) can be controlled by spraying the affected plants 3 times after 10 days. Also, tobacco powder (10 grams), soap powder (5 grams) and neem leaf juice can be mixed in every liter of water.”
“ডাইমিথয়েট জাতীয় কীটনাশক (রগর বা টাফগর ২০ মিলিলিটার) প্রতি ১০ লিটার পানিতে দিয়ে স্প্রে করলে আমের পাতায় গল মাছি দমন করা যায়। অথবা ডেল্টামেথ্রিন জাতীয় কীটনাশক (যেমন: ডেসিস ২.৫ ইসি ১০ মিলিলিটার ) ১০ লিটার পানিতে মিশিয়ে ১০ দিন পর পর ২-৩ বার স্প্রে করতে হবে।ঔষধ স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে। Dimethoate type insecticide (Rogar or Tufgar 20 ml) sprayed per 10 liters of water can be used to control the gall fly on mango leaves. Or deltamethrin type insecticide (eg: Decis 2.5 EC 10 ml) should be mixed with 10 liters of water and sprayed 2-3 times after 10 days. Care must be taken when spraying the medicine.”
“পোকা চেনার উপায় : লম্বা, ধুসর বাদামি রঙ, মুখের সামনে লম্বা শুড় দেখে চেনা যায়। বাচ্চার রঙ ময়লা সবুজ। ক্ষতির ধরণ : এ পোকা আমগাছের শুধু কচি পাতা কেটে ক্ষতি করে। কচি পাতার নিচের পিঠে মধ্য শিরার উভয় পাশে স্ত্রী পোকা ডিম পাড়ে এবং পরে পাতাটির বোঁটার কাছাকাছি কেটে দেয়। ভালো করে দেখলে কাচি দ্বারা কেউ কেটেছে বলে মনে হয়। এ পোকার আক্রমণে গাছের নতুন পাতা ধ্বংস হয়, বেশি আক্রমণে একটি ছোট গাছ পাতাশূন্য হতে পারে। আক্রমণের পর্যায় : বাড়ন্ত পর্যায়, চারা ফসলের যে অংশে আক্রমণ করে : কচি পাতা পোকার যেসব স্তর ক্ষতি করে : পূর্ণ বয়স্ক , কীড়া How to identify the insect: It can be recognized by long, gray-brown color, long scales in front of the mouth. The color of the child is dirty green. Type of damage: This insect damages the mango tree by cutting only the young leaves. The female lays eggs on the underside of the young leaf on either side of the midvein and later cuts the leaf near the tip. If you look closely, it looks like someone has been cut by a knife. The attack of this insect destroys the new leaves of the tree, with more attacks a small tree may become leafless. Stage of attack: Growing stage, seedling Part of the crop attacked : Young leaves Stages of insects that damage: Adults, caterpillars”
“নতুনকাটা পাতা মাটি থেকে সংগ্রহ করে পুড়িয়ে ফেলতে হবে। Freshly cut leaves should be collected from the ground and burnt.”
“গাছে ১০ দিন পর পর ৩ বার স্প্রে করলে পোকা নিয়ন্ত্রন করা যায়। এছাড়াও তামাকের গুড়া (১০গ্রাম), সাবানের গুড়া (৫গ্রাম) ও নিমের পাতার রস প্রতি লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করা যায়। Soapy water can be sprayed or water of semi-broken neem seeds (50 grams of neem seeds should be broken in 1 liter of water and soaked for 12 hours and filtered) can be controlled by spraying the affected plants 3 times after 10 days. Also, tobacco powder (10 grams), soap powder (5 grams) and neem leaf juice can be mixed in every liter of water.”
“গাছে কচি পাতা বের হওয়ার সংগে সংগে ফেনিট্রথিয়ন জাতীয় কীটনাশক ( যেমন সুমিথিয়ন বা ফলিথিয়ন ২০ মিলিলিটার প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে) স্প্রে করলে পোকার আক্রমণ রোধ করা যায়। তাছাড়া কার্বারিল জাতীয় কীটনাশক (যেমন: সেভিন ৩০ গ্রাম ১০ লিটার পানিতে মিশিয়ে) অথবা কারটাপ জাতীয় কীটনাশক (যেমনঃ কেয়ার ৫০ এসপি; অথবা সানটাপ ৫০ এসপি; অথবা ফরাটাপ ২০ মিলিলিটার প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে) ১০ দিন পর পর ২-৩ বার স্প্রে করুন। ঔষধ স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে। Insect attack can be prevented by spraying fenitrothion insecticides (such as Sumithion or Folithion 20 ml per 10 liters of water) at the time of leaf emergence. Also spray carbaryl insecticide (eg: Sevin 30 g mixed in 10 liters of water) or Cartap insecticide (eg Care 50 SP; or Suntap 50 SP; or Faratap 20 ml mixed in 10 liters of water) 2-3 times after 10 days. . Care must be taken when spraying the medicine.”
“পোকা চেনার উপায় : কীড়ার রঙ হালকা হলুদ, কমলা বা লাল রঙের শুয়া যুক্ত। কীড়ার মাথা বাদামি রঙের। ক্ষতির ধরণ : পাতার খুব ক্ষতি করে, পোকার কীড়া পাতার সবুজ অংশ রাক্ষসের মত চিবিয়ে চিবিয়ে খেতে খেতে শিরা ছাড়া আর কোন সবুজ আংশ রাখে না, এতে গাছের স্বাভাবিক খাদ্য তৈরি ব্যহত হয়, গাছ দুর্বল হয়ে পড়ে। আক্রমণের পর্যায় : যেকোন অবস্থা ফসলের যে অংশে আক্রমণ করে : কচি পাতা পোকার যেসব স্তর ক্ষতি করে : কীড়া How to identify the insect: The color of the insect is light yellow, orange or red with maggots. The head of the worm is brown. Type of damage: Leaves are very damaged, the insect worm chews the green part of the leaf like a monster, leaving no green part except the veins, it disrupts the normal food production of the plant, the plant becomes weak. Attack Phase: Any condition Part of the crop attacked : Young leaves Levels of insects that damage: Worms”
“নিয়মিত বাগান পরিদর্শন করতে হবে, বিছা পোকার উপস্থিতি বোঝা গেলে তক্ষুনি ডিমের গাদা সহ আমের পাতা সংগ্রহ করে পুড়িয়ে ফেলতে হবে। আক্রান্ত গাছের ডালপালা ছেঁটে দিলে পরের বছর আক্রমনের সাম্ভাবনা কমে যায়। ফেরোমন ফাঁদ ব্যবহার করুন। The garden should be inspected regularly, mango leaves with egg masses should be collected and burnt immediately if the presence of bed bugs is detected. Pruning the affected tree stems reduces the likelihood of infestation the following year. Use pheromone traps.”
“গাছে ১০ দিন পর পর ৩ বার স্প্রে করলে পোকা নিয়ন্ত্রন করা যায়। এছাড়াও তামাকের গুড়া (১০গ্রাম), সাবানের গুড়া (৫গ্রাম) ও নিমের পাতার রস প্রতি লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করা যায়। Soapy water can be sprayed or water of semi-broken neem seeds (50 grams of neem seeds should be broken in 1 liter of water and soaked for 12 hours and filtered) can be controlled by spraying the affected plants 3 times after 10 days. Also, tobacco powder (10 grams), soap powder (5 grams) and neem leaf juice can be mixed in every liter of water.”
“সাইপারমেথ্রিন জাতীয় কীটনাশক ( যেমন: কট বা রিপকর্ড বা সিমবুস বা ফেনম বা এরিভো ১০ ইসি ১০ মিলিলিটার) প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ১০ দিন পরপর ২-৩ বার পুরো গাছে স্প্রে করুন।ঔষধ স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে। Cypermethrin type insecticide (eg: Kot or Ripcord or Symbus or Phenom or Erivo 10 EC 10 ml) mixed with every 10 liters of water and sprayed on the whole plant 2-3 times every 10 days. Care should be taken while spraying the medicine.”
“পোকা চেনার উপায় : পূর্ণাঙ্গ পোকার আকার সাধারন মাছির মতোই হয়, পাখা স্বচ্ছ, পা হলুদ, পেট ত্রিকোণাকার ও বাদামি, ঘাড়ের মাঝে লম্বা লম্বি হলদে একটা দাগ আছে। ক্ষতির ধরণ : আক্রান্ত স্থান থেকে অনেক সময় রস বের হয়। বাইরে থেকে দেখে কোনটি আক্রান্ত আম তা ঝুঝা যায় না। আক্রান্ত পাকা আম কাটলে ভেতের সাদা রঙের কীড়া দেখা যায়। বেশি আক্রান্ত আম অনেক সময় পচে যায়। সাধারণত এ পোকা আমের ওপর এবং নিচ উভয় অংশে আক্রমণ করে। আক্রমণের পর্যায় : ফল পরিপক্ব ফসলের যে অংশে আক্রমণ করে : ফল পোকার যেসব স্তর ক্ষতি করে : পূর্ণ বয়স্ক , কীড়া How to identify the insect: The size of the full-fledged insect is similar to that of a normal fly, the wings are transparent, the legs are yellow, the abdomen is triangular and brown, and there is a long yellow spot in the middle of the neck. Type of damage: Juice often oozes from the affected area. It is not possible to tell which mango is infected from the outside. Cut the infected ripe mango and see the white colored worm. Heavily infected mangoes often rot. Generally, this insect attacks the upper and lower parts of the mango. Stage of attack: Fruit ripening Part of the crop attacked : Fruit Stages of insects that damage: Adults, caterpillars”
“প্রতি বছর আম পাড়ার পর বাগানের মাটি চাষ দিলে পরবর্তী বছর আক্রমনের সাম্ভাবনা কমে যায়। ফল পাকার আগে পরিপক্ক আবস্থায় পেড়ে ফেলে এই পোকার হাত থেকে রক্ষা পাওয়া যায়। Cultivating the garden soil after planting each year reduces the chances of infestation the following year. The fruit can be protected from this pest by ripening before ripening.”
“গাছে ১০ দিন পর পর ৩ বার স্প্রে করলে পোকা নিয়ন্ত্রন করা যায়। এছাড়াও তামাকের গুড়া (১০গ্রাম), সাবানের গুড়া (৫গ্রাম) ও নিমের পাতার রস প্রতি লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করা যায়। Soapy water can be sprayed or water of semi-broken neem seeds (50 grams of neem seeds should be broken in 1 liter of water and soaked for 12 hours and filtered) can be controlled by spraying the affected plants 3 times after 10 days. Also, tobacco powder (10 grams), soap powder (5 grams) and neem leaf juice can be mixed in every liter of water.”
“আক্রান্ত আম সংগ্রহ করে মাটির নিচে গভীর গর্ত করে পুঁতে ফেলতে হবে। আম পরিপক্ব ও পাকার মৌসুমে আমবাগানে ব্লিচিং পাউডার প্রতি লিটার পানিতে ৫ গ্রাম হারে স্প্রে করতে হবে। মিথাইল ইউজেনল ফেরোমন ব্যবহার করা যেতে পারে। এতে প্রচুর পুরুষ পোকা মারা যাবে এবং বাগানে মাছি পোকার আক্রমণ কমে যাবে। Infected mangoes should be collected and buried in a deep hole under the ground. Bleaching powder should be sprayed at the rate of 5 grams per liter of water in the mango orchards during the mango ripening and ripening season. Methyl eugenol pheromone can be used. This will kill a lot of male insects and reduce fly infestations in the garden.”
“পোকার স্থানীয় নাম : : ভোমরা পোকা পোকা চেনার উপায় : আমের গুটির মাথায় ছিদ্র দেখা যায়, পোকার মুখে লম্বা শুড় দেখা যায়। ক্ষতির ধরণ : আমের অন্যতম প্রধান সমস্যা, পূর্ণবয়স্ক স্ত্রী পোকা আমের নিচের আংশে ডিম পাড়ে, কয়েকদিনের মধ্যেই ডিম থেকে কীড়া বের হয় এবং আমের শাঁস খেয়ে ফেলে, ধীরে ধীরে আটি পর্যন্ত আক্রমন করে।বেশি আক্রান্ত ফল ফেটে যায় এবং গাছ থেকে ঝরে পড়ে। আক্রমণের পর্যায় : বাড়ন্ত পর্যায়, ফলের বাড়ন্ত পর্যায় ফসলের যে অংশে আক্রমণ করে : ফল পোকার যেসব স্তর ক্ষতি করে : পূর্ণ বয়স্ক , কীড়া Local name of insect : : Bhomra Poka Ways to recognize the insect: Holes are seen on the head of the mango fruit, long scales are seen on the mouth of the insect. Type of damage : One of the main problems of mangoes, the adult female beetle lays eggs in the lower part of the mango, hatches within a few days and eats the skin of the mango, gradually attacking the pulp. The more infested fruits burst and fall from the tree. Attack stage: Growing stage, fruiting stage Part of the crop attacked : Fruit Stages of insects that damage: Adults, caterpillars”
“আম বাগান নিয়মিত চাষ দিয়ে আগাছা মুক্ত, পরিচ্ছন্ন রাখতে হবে, প্রাথমিক পর্যায়ে আক্রন্ত ফল ডাল সহ ছেঁটে দিয়ে মাটিতে পুতে ফেলতে হবে। Mango garden should be kept weed free and clean by regular cultivation, the infected fruit should be pruned along with the branches and buried in the ground at the initial stage. ”
“গাছে ১০ দিন পর পর ৩ বার স্প্রে করলে পোকা নিয়ন্ত্রন করা যায়। এছাড়াও তামাকের গুড়া (১০গ্রাম), সাবানের গুড়া (৫গ্রাম) ও নিমের পাতার রস প্রতি লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করা যায়। Soapy water can be sprayed or water of semi-broken neem seeds (50 grams of neem seeds should be broken in 1 liter of water and soaked for 12 hours and filtered) can be controlled by spraying the affected plants 3 times after 10 days. Also, tobacco powder (10 grams), soap powder (5 grams) and neem leaf juice can be mixed in every liter of water. ”
“আমের ভোমরা পোকা দমন করতে হলে মুকুল আসার আগেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। পোকা দমনের জন্য ফেনিট্রথিয়ন জাতীয় কীটনাশক ( যেমন সুমিথিয়ন বা ফলিথিয়ন ২০ মিলিলিটার) প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ১০ দিন পর পর ২-৩ বার ভালভাবে স্প্রে করুন।ঔষধ স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে। In order to control the mango aphid, measures must be taken before budding. For pest control, mix fenitrothion insecticide (such as sumithion or folithion 20 ml per 10 liters of water) and spray well 2-3 times after 10 days. Care must be taken when spraying the medicine. ”
“পোকার স্থানীয় নাম : : শোষক পোকা পোকা চেনার উপায় : গাছের নীচ দিয়ে হাটলে পোকা লাফিয়ে লাফিয়ে গায়ে পড়বে। ক্ষতির ধরণ : গাছের কচি পাতা ও ডগার রস চুষে খায়। এ পোকা তাদের দেহের ওজন এর ২০ গুন পরিমান রস খেয়ে আঠালো রস দেয় যা মধুরস নামে পরিচিত এবং গাছের মুকুল, পাতা ও কান্ডে এই রস জমা হয়ে থাকে এবং যার উপর এক প্রকার ছত্রাক (শুটি মোল্ড) জন্মায়। এটি মারাত্মক ক্ষতি করে, গাছের বৃদ্ধি কমে যায়। আক্রমণের পর্যায় : কুশি, চারা, ফলের বাড়ন্ত পর্যায় ফসলের যে অংশে আক্রমণ করে : কাণ্ড , পাতা , ডগা পোকার যেসব স্তর ক্ষতি করে : পূর্ণ বয়স্ক , নিম্ফ Vernacular name of the insect : : Absorbent insect Ways to recognize insects: If you walk under the tree, the insect will jump and fall on you. Type of damage: Young leaves and twigs suck sap. These insects consume up to 20 times their body weight in sap and produce a sticky sap known as honeydew, which accumulates in the buds, leaves and stems of plants and on which a type of fungus (shooty mold) grows. It causes severe damage, stunting plant growth. Stages of attack: bud, seedling, fruit growing stage Parts of the crop attacked: stem, leaves, tips Stages of insect infesting: Adult, nymph”
“গাছের অতিরিক্ত ডালপালা ছাটাই করে প্রচুর পরিমান আলো বাতাস এর বাবস্থা করতে হবে। A lot of light and air should be provided by trimming the excess branches of the tree.”
“গাছে ১০ দিন পর পর ৩ বার স্প্রে করলে পোকা নিয়ন্ত্রন করা যায়। এছাড়াও তামাকের গুড়া (১০গ্রাম), সাবানের গুড়া (৫গ্রাম) ও নিমের পাতার রস প্রতি লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করা যায়। Soapy water can be sprayed or water of semi-broken neem seeds (50 grams of neem seeds should be broken in 1 liter of water and soaked for 12 hours and filtered) can be controlled by spraying the affected plants 3 times after 10 days. Also, tobacco powder (10 grams), soap powder (5 grams) and neem leaf juice can be mixed in every liter of water. ”
“আমের মুকুল যখন ২ থেকে ৩ ইঞ্চি লম্বা হয় তখন প্রথমবার এবং আম যখন মটর দানার মতো আকার ধারণ করে তখন দ্বিতীয়বার সাইপারমেথ্রিন জাতীয় কীটনাশক (রিপকর্ড বা সিমবুস বা ফেনম বা এরিভো ১০ ইসি ১০ মিলিলিটার ) ১০লিটার পানিতে মিশিয়ে পুরো গাছে স্প্রে করতে হবে। আমের হপার পোকার কারণে যেহেতু সুটিমোল্ড বা ঝুল রোগের আক্রমণ ঘটে তাই রোগ দমনের সালফার জাতীয় ছত্রাকনাশক যেমন: কুমুলাস ডিএফ ৪০ গ্রাম ১০ লিটার বা থিওভিট ৪০ গ্রাম ১০ লিটার পানিতে মিশিয়ে) ১০ দিন পর পর ২-৩ বার শেষ বিকেলের দিকে স্প্রে করুন।ঔষধ স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে। The first time when the mango buds are 2 to 3 inches long and the second time when the mangoes are pea-sized, cypermethrin type insecticide (Ripcord or Symbus or Phenom or Erivo 10 EC 10 ml) mixed with 10 liters of water should be sprayed on the whole plant. As mango hoppers cause attack of sootymold or blight disease, spray sulfur fungicide like: Cumulus DF 40 gms in 10 liters or Thiovit 40 gms mixed in 10 liters of water) every 10 days 2-3 times in the late afternoon. Care must be taken when spraying the medicine.”
Don’t miss our future updates! Get Subscribed Today!
Copyright © 2023 কৃষিবাড়ি . All Rights Reserved.
Design and Developed By Banglamark FinTech