- +880 1729 065660
- [email protected]
- KA-6/A, Navana Sylvania Baridhara, Dhaka, Bangladesh
“পোকা চেনার উপায় : খুব ছোট সবুজাভ সাদা, নরম দেহ বিশিষ্ট।
ক্ষতির ধরণ : পাতা, ফুল ও কচি ফলের রস চুষে খায়। ফলে গাছ দুর্বল হয়, পাতা কুঁকড়ে যায়, ফল ছোট ও বিকৃত হয়। এর কারনে কালো ছাতা ছত্রাক জন্মে ও ভাইরাস রোগ ছড়ায়।
আক্রমণের পর্যায় : বাড়ন্ত পর্যায়, পূর্ণ বয়স্ক
ফসলের যে অংশে আক্রমণ করে : পাতা , ফল
পোকার যেসব স্তর ক্ষতি করে : পূর্ণ বয়স্ক , নিম্ফ
How to identify the insect: Very small greenish white with soft body.
Type of damage: Leaves, flowers and young fruits suck the juice. As a result, the plant becomes weak, the leaves curl, the fruit is small and deformed. Due to this, black umbrella fungus grows and viruses spread.
Stage of attack: Growing stage, adult
Parts of the crop attacked: leaves, fruits
Stages of insect infesting: Adult, nymph”
“পূর্ব-প্রস্তুতি :
আগের ফসলের নাড়া বা অবশিষ্ট অংশ ভালভাবে ধ্বংস করা । আগাছা, মরা পাতা ও আবর্জনা পরিষ্কার করতে হবে। নিয়মিত জমি পর্যবেক্ষণ করতে হবে।
Pre-Preparation:
Thorough destruction of previous crop tillage or residue. Weeds, dead leaves and garbage should be cleared. The land should be monitored regularly.”
সাবানযুক্ত পানি স্প্রে করা যায় অথবা আধাভাঙ্গা নিমবীজের পানি (১ লিটার পানিতে ৫০ গ্রাম নিমবীজ ভেঙ্গে ১২ ঘন্টা ভিজিয়ে রেখে ছেঁকে নিতে হবে) আক্রান্ত গাছে ১০ দিন পর পর ৩ বার স্প্রে করলে পোকা নিয়ন্ত্রণ করা যায়। এছাড়াও তামাকের গুড়া (১০গ্রাম), সাবানের গুড়া (৫গ্রাম) ও নিমের পাতার রস প্রতি লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করা যায়।
Soapy water can be sprayed or water of semi-broken neem seeds (50 grams of neem seeds should be broken in 1 liter of water and soaked for 12 hours and filtered) can be controlled by spraying the affected plants 3 times after 10 days. Also, tobacco powder (10 grams), soap powder (5 grams) and neem leaf juice can be mixed in every liter of water.
মোচা বের হবার আগে, মোচা বের হবার সাথে সাথে ছড়াতে, কলা পুরা বের হবার পর – এই মোট ৪ বার ডেল্টামেথ্রিন জাতীয় কীটনাশক (যেমন: ডেসিস ২.৫ ইসি ১০ মিলিলিটার প্রতি ১০ লিটার মিশিয়ে স্প্রে করুন। আক্রমণ বেশি হলে ইমিডাক্লোরোপ্রিড জাতীয় কীটনাশক (যেমন এডমায়ার অথবা টিডো ৭-১০ মিলিলিটার /২ মুখ )১০ লিটার পানিতে মিশিয়ে ১০ দিন পর পর ২-৩ বার স্প্রে করতে হবে।
Before mocha emergence , spread as soon as mocha emerges , after full emergence of bananas – spray this total 4 times with deltamethrin insecticide (eg Decis 2.5 EC 10ml per 10 litres). Admire or Tido 7-10 ml / 2 mouth) should be mixed with 10 liters of water and sprayed 2-3 times after 10 days
“পোকা চেনার উপায় : পূর্ণবয়স্ক পোকা ৪.০-৪.৫ মিমি লম্বা, ২.০ মিমি চওড়া। মাথা রং বাদামি, উপরের আবরণ কোন প্রজাতির বাদামী, কোনটা নীলচে সবুজ।
ক্ষতির ধরণ : বয়স্ক পোকা কুড়ে কুড়ে খাওয়ায় পাতার ও ফলের উপর সরু লম্বা ছোট ছোট দাগ পড়ে। কলা বড় হওয়ার সাথে সাথে দাগগুলো বড় হয় ও কালচে ধূসর রঙ ধারণ করে। কলার মোচা বের হলে পাতা ছেড়ে কচি কলা আক্রমণ করে।
আক্রমণের পর্যায় : বাড়ন্ত পর্যায়, ফলের বাড়ন্ত পর্যায়
পোকামাকড় জীবনকাল : পূর্ণ বয়স্ক, কীড়া
ফসলের যে অংশে আক্রমণ করে : পাতা , কচি পাতা , ফল , ফুল
পোকার যেসব স্তর ক্ষতি করে : লার্ভা , পূর্ণ বয়স্ক , কীড়া
Identification: Adults are 4.0-4.5 mm long, 2.0 mm wide. Head color brown, upper coverts some species brown, some bluish green.
Type of damage: The adult beetles feed on leaves and fruits causing narrow, elongated spots. As the banana matures, the spots become larger and dark gray in color. When the banana mocha emerges, it leaves the leaves and attacks the young banana.
Attack stage: Growing stage, fruiting stage
Insect life span: Adult, worm
Parts of the crop attacked: leaves, young leaves, fruits, flowers
Stages of insects that damage: larvae, adults, maggots
পূর্ব-প্রস্তুতি :
জমি পরিষ্কার রাখুন।
অন্যান্য :
বাগানে আলোর ফাঁদ স্থাপন করুন। আক্রান্ত গাছে ৫ গ্রাম সাবানের গুড়া প্রতি লিটার পানিতে মিশিয়ে সপ্তাহে ২ দিন পাতার নিচ দিয়ে স্প্রে করুন। মোচা বের হবার সাথে সাথে ১০৫ সেমি (৪২ইঞ্চি) × ৭৫ সেমি (৩০ইঞ্চি) দুই মুখ খোলা মোশারির নেট/ ছিদ্রা যুক্ত পলিথিন দিয়ে ঢেকে দিন।নিচ দিক খোলা রাখুন।
Pre-Preparation:
Keep the land clean.
Others:
Place light traps in the garden. Mix 5 grams of soap powder per liter of water on affected plants and spray under the leaves 2 days a week. As soon as the mocha comes out, cover it with a 105cm (42in) × 75cm (30in) double-sided moshari net/perforated polythene. Keep the bottom open.
সাবানযুক্ত পানি স্প্রে করা যায় অথবা আধাভাঙ্গা নিমবীজের পানি (১ লিটার পানিতে ৫০ গ্রাম নিমবীজ ভেঙ্গে ১২ ঘন্টা ভিজিয়ে রেখে ছেঁকে নিতে হবে) আক্রান্ত গাছে ১০ দিন পর পর ৩ বার স্প্রে করলে পোকা নিয়ন্ত্রণ করা যায়। এছাড়াও তামাকের গুড়া (১০গ্রাম), সাবানের গুড়া (৫গ্রাম) ও নিমের পাতার রস প্রতি লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করা যায়।
Soapy water can be sprayed or water of semi-broken neem seeds (50 grams of neem seeds should be broken in 1 liter of water and soaked for 12 hours and filtered) can be controlled by spraying the affected plants 3 times after 10 days. Also, tobacco powder (10 grams), soap powder (5 grams) and neem leaf juice can be mixed in every liter of water.
মোচা বের হবার আগে, মোচা বের হবার সাথে সাথে ছড়াতে, কলা পুরা বের হবার পর -এই মোট ৪ বার ডেল্টামেথ্রিন জাতীয় কীটনাশক (যেমন: ডেসিস ২.৫ ইসি ১০ মিলিলিটার) প্রতি ১০ লিটার মিশিয়ে স্প্রে করুন। আক্রমণ বেশি হলে ইমিডাক্লোরোপ্রিড জাতীয় কীটনাশক (যেমন এডমায়ার অথবা টিডো ৭-১০ মিলিলিটার /২ মুখ ) ১০ লিটার পানিতে মিশিয়ে ১০ দিন পর পর ২-৩ বার স্প্রে করতে হবে।
Before mocha emergence, spread as soon as mocha emerges, after full emergence of bananas – Spray this total 4 times with deltamethrin type insecticide (eg: Decis 2.5 EC 10 ml) per 10 liters. If the attack is more, Imidachloroprid insecticide (such as Edmayer or Tido 7-10 ml/2 mouth) should be mixed with 10 liters of water and sprayed 2-3 times after 10 days.
পোকা চেনার উপায় : পূর্ণবয়স্ক পোকা ১০.০-১৩.০ মিমি লম্বা। বাচ্চা ৮-১২ মিমি লম্বা। পূর্ণবয়স্ক পোকার রং চকচকে কালো। উপরের শক্ত আবরণ কিছুটা খাটো। এই পোকার লম্বা শুঁড় থাকে। কীড়া সাদা।
ক্ষতির ধরণ : পূর্ণবয়স্ক উইভিল কলা গাছের গোড়ায় শিকড়ের উপর ডিম পাড়ে । ডিম ফুটে গ্রাব (বাচ্চা) বের হয় এবং ভেতরে ঢুকে যায় । ক্রমেই এটি উপর দিকে উঠে ও কান্ডের মাঝে কুড়ে কুড়ে খায় ও আক্রান্ত অংশ পচে যায়। আক্রমণের মাত্রা বেশি হলে ডগার পাতা শুকিয়ে যায় এবং কোন কলা হয় না এবং গাছ মরে যায় ।
আক্রমণের পর্যায় : বাড়ন্ত পর্যায়
ফসলের যে অংশে আক্রমণ করে : আগা , কাণ্ড , কান্ডের গোঁড়ায়
পোকার যেসব স্তর ক্ষতি করে : লার্ভা , পূর্ণ বয়স্ক , কীড়া
Identification: Adult beetles are 10.0-13.0 mm long. Juveniles are 8-12 mm long. Adult insects are shiny black in color. The upper hard cover is slightly shorter. This insect has a long trunk. The worm is white.
Type of damage: Adult weevils lay eggs on roots at the base of banana plants. When the egg hatches, the grub (baby) comes out and goes inside. Gradually it climbs up and eats between the stems and rots the affected part. If the level of attack is high, the leaves of the dogger will dry up and no banana will be produced and the plant will die.
Attack Phase: Growing Phase
The part of the crop attacked: stem, stem, root of the stem
Stages of insects that damage: larvae, adults, maggots
পূর্ব-প্রস্তুতি :
আক্রান্ত জমিতে ২-৩ বছর কলা আবাদ করবেন না । জমির আশ পাশ পরিচ্ছন্ন রাখুন। আক্রান্ত জমি থেকে চারা সংগ্রহ করবেন না ।
অন্যান্য :
হলুদ রঙের ফাঁদ ব্যবহার করুন। তামাকের গুড়া (১০গ্রাম), সাবানের গুড়া (৫গ্রাম) ও নিমের পাতার নির্যাস প্রতি লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করুন।
Pre-Preparation:
Do not plant banana in affected land for 2-3 years. Keep the area around the land clean. Do not collect seedlings from infested land.
Others:
Use yellow traps. Mix tobacco powder (10 grams) , soap powder ( 5 grams) and neem leaf extract per liter of water.
সাবানযুক্ত পানি স্প্রে করা যায় অথবা আধাভাঙ্গা নিমবীজের পানি (১ লিটার পানিতে ৫০ গ্রাম নিমবীজ ভেঙ্গে ১২ ঘন্টা ভিজিয়ে রেখে ছেঁকে নিতে হবে) আক্রান্ত গাছে ১০ দিন পর পর ৩ বার স্প্রে করলে পোকা নিয়ন্ত্রণ করা যায়। এছাড়াও তামাকের গুড়া (১০গ্রাম), সাবানের গুড়া (৫গ্রাম) ও নিমের পাতার রস প্রতি লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করা যায়।
Soapy water can be sprayed or water of semi-broken neem seeds (50 grams of neem seeds should be broken in 1 liter of water and soaked for 12 hours and filtered) can be controlled by spraying the affected plants 3 times after 10 days. Also, tobacco powder (10 grams), soap powder (5 grams) and neem leaf juice can be mixed in every liter of water.
আক্রমণ বেশি হলে কার্বোফুরান জাতীয় কীটনাশক ( যেমনঃ ফুরাডান ৫ জি ১০ গ্রাম) প্রতি গাছের গোড়ার চারপাশে মাটিতে মিশিয়ে মাটি ভিজিয়ে দিন।
If the attack is high, mix the carbofuran insecticide (eg Furadan 5 g 10 gm) with the soil around the base of each plant and soak the soil
Don’t miss our future updates! Get Subscribed Today!
Copyright © 2023 কৃষিবাড়ি . All Rights Reserved.
Design and Developed By Banglamark FinTech