- +880 1729 065660
- [email protected]
- KA-6/A, Navana Sylvania Baridhara, Dhaka, Bangladesh
পাতার উপর গোলাকার ও সাদা পাউডারের মত অসংখ্য রোগের জীবাণু দেখা যায়। গাছের পাতা সাদা গুড়ায় ঢেকে যায়। রোগে আক্রান্ত পাতা কয়েক দিনের মধ্যে বাদামী রং ধারণ করে। পাতার সংখ্যা কমে যায় এবং পাতার আকৃতি ছোট হয়। কখনও রোগের জীবাণু পাতা থেকে কাণ্ডে ও ফুলে ছড়িয়ে যায় এবং গাছ হলুদ ও দুর্বল হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে গাছের পাতা শুকিয়ে যায় ও গাছ মারা যায়। আক্রান্ত গাছের ফল অকালে পেকে যায়। আঁশের মান খারাপ হয়ে যায়। দেশি পাটে এ রোগের আক্রমণের তীব্রতা বেশি। Numerous disease germs are seen as round and white powder on the leaves. The leaves are covered with white powder. Infected leaves turn brown within a few days. The number of leaves decreases and the leaf shape becomes smaller. Sometimes the disease spreads from the leaves to the stems and flowers, and the plant turns yellow and weak. In many cases, the leaves of the tree wither and the tree dies. Fruits of infected plants ripen prematurely. Fiber quality deteriorates. The intensity of the attack of this disease is high in native jute.
রোগের আক্রমন দেখার সাথে সাথে সালফার জাতীয় বালাইনাশক (যেমনঃ থিয়োভিট ৩৫ গ্রাম প্রতি ১০ লিটার পানির সাথে মিশিয়ে) সমস্ত গাছে ভালোভাবে ভিজিয়ে ১০ দিন পরপর অন্তত ২বার স্প্রে করুন । As soon as you see the attack of the disease, spray sulfur insecticide (eg Thiovit 35 gms mixed with 10 liters of water) on all the plants and spray them at least 2 times after 10 days.
ভেজা তুলার মত এক ধরনের ছাতা গাছের গোড়ার চার পাশে বেড়ে ওঠে। ক্রমেই সরিষা বীজের মত ছত্রাকের বহু দানার সৃষ্টি হয় । গাছ গোড়া থেকে উপরের দিকে বাদামি রঙ ধারন করে । অবশেষে গোড়া পচে গাছ মাটিতে ঢেলে পড়ে যায়। A type of umbrella like wet cotton grows around the base of the plant. Gradually many grains of fungus are formed like mustard seeds. The tree is brown in color from the base upwards. Finally, the tree rots and falls to the ground.
বীজ বপনের আগে জন্য ভিটাভেক্স ২০০ (০.৪%) / প্রভেক্স-২০০(০.৪%) ৪ গ্রাম ছত্রাক নাশক প্রতি কেজি বীজের সাথে ভাল ভাবে মিশিয়ে ব্যবহার করতে হবে অথবা রসুন বাটা ১২৫ গ্রাম প্রতি কেজি বীজের সাথে ভাল ভাবে মিশিয়ে রোদে শুঁকাতে হবে। বপনের আগে বীজ শোধনের ফলে রোগের প্রকোপ অনেক কমে যায়। শোধন করা সম্ভব না হলে বপনের আগে বীজ রোদে ভালভাবে শুঁকাতে হবে। এ রোগের প্রতিকারের জন্য জমি পরিষ্কার পরিচ্ছন্ন এবং আবর্জনা মুক্ত রাখতে হবে।সুষম মাত্রায় সার ব্যবহার করতে হবে। জমিতে পানি নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা করতে হবে। ছত্রাক নাশক ডাইথেন এম-৪৫ প্রতি ১০ লিটার পানিতে ২০গ্রাম মিশিয়ে গাছের গোঁড়ায় পরপর ২/৩ দিন প্রয়োগ করলে রোগের ব্যাপকতা কমে যায়।রোগ দমনের জন্য গাছ থেকে ক্ষেতের যাবতীয় ঝরাপাতা ও আবর্জনা পুড়িয়ে ফেলতে হবে।অল্প সংখ্যক গাছে রোগ হলে গাছের গোঁড়ায় চারদিকে ডাইথেন এম-৪৫ অথবা অন্য ছত্রাকনাশক সিঞ্চন করে রোগ নিয়ন্ত্রন করতে হবে। Before sowing, Vitavex 200 (0.4%) / Provex-200 (0.4%) 4 g fungicide per kg of seed should be mixed well or Garlic paste 125 g per kg of seed should be mixed well and dried in the sun. will be Seed treatment before sowing greatly reduces disease incidence.If treatment is not possible, the seeds should be dried well in the sun before sowing. To cure this disease, the land should be kept clean and free of garbage. Fertilizer should be used in a balanced amount. Appropriate arrangements should be made for drainage of water on the land. If fungicide Dithan M-45 is mixed with 20 grams per 10 liters of water and applied to the root of the plant for 2/3 days in a row, the severity of the disease is reduced.To control the disease, all the leaves and garbage from the field should be burnt. If there is a disease in a small number of trees, the disease should be controlled by irrigating the root of the tree with Dithan M-45 or other fungicide.
এ রোগে চারাগাছ আক্রান্ত হলে কাণ্ডে ও পাতায় বাদামি রঙের দাগ দেখা যায়। বয়স্ক গাছে কাণ্ডের উপর কালো ক্ষত চিহ্ন দেখা যায়। অনেক সময় একাধিক দাগ একত্রিত হয়ে বড় রকমের ক্ষতের সৃষ্টি করে এবং কালক্রমে তা বৃদ্ধি পেয়ে কাণ্ড কে ঘিরে ফেলে। অনেক জায়গায় আক্রান্ত ছাল ফেটে যায় এবং ভিতরের আঁশ ফাটলের মধ্য দিয়ে ছোবড়ার মত বেরিয়ে আসে এবং শুকিয়ে শক্ত হয়ে যায় । এ রোগে কান্ডে গিটের সৃষ্টি হওয়ায় ঐ স্থান সহজে পচে না । আঁশ কালো দাগ বিশিষ্ট ও গিটযুক্ত হয়। ফলে আঁশের মান খারাপ হওয়ায় মুল্য কমে যায় । If the plant is infected with this disease, brown spots are seen on the stem and leaves. Older trees show black lesions on the trunk. Sometimes multiple spots coalesce to form large lesions that eventually grow to encircle the trunk. In many places the affected bark splits open and the inner fibers protrude through the cracks and harden. Due to the formation of goit in the stem in this disease, the place does not rot easily. Scales are black-spotted and gritty. As a result, the quality of the fiber is poor and the price is reduced.
রোগমুক্ত ও সুস্থ গাছ থেকে বীজ সংগ্রহ করলে রোগাক্রমণের সম্ভবনা থাকে না। বপনের পূর্বে পাট বীজ ছত্রাক নাশক দ্বারা শোধন করে নিতে হবে। বীজ শোধনের জন্য ভিটাভেক্স ২০০ (০.৪%) / প্রভেক্স-২০০(০.৪%) ৪ গ্রাম ছত্রাক নাশক প্রতি কেজি বীজের সাথে ভাল ভাবে মিশিয়ে ব্যবহার করতে হবে অথবা রসুন বাটা ১২৫ গ্রাম প্রতি কেজি বীজের সাথে ভাল ভাবে মিশিয়ে রোদে শুঁকাতে হবে। বপনের আগে বীজ শোধনের ফলে রোগের প্রকোপ অনেক কমে যায়। শোধন করা সম্ভব না হলে বপনের আগে বীজ রোদে ভালভাবে শুঁকাতে হবে।পাটের শিকড়,আবর্জনা ও পরিত্যক্ত অংশ একত্রিত করে পুড়িয়ে ফেললে রোগের উৎস কমে যায়। ফলে রোগ সংক্রমন হ্রাস পায়। পর্যায়ক্রমে ধান অথবা অন্য ফসল চাষ করলে রোগ সংক্রমণ হতে পারে না। অতিরিক্ত ইউরিয়া সার বর্জন ও পটাশ সার প্রয়োগ করলে রোগ সংক্রমণ কম হয়। যখনই রোগের প্রকোপ দেখা দিবে তখনই ছত্রাক নাশক ঔষধ ছিটানোর ব্যবস্থা করতে হবে। প্রথমে রোগাক্রান্ত গাছ তুলে পুড়িয়ে ফেলতে হবে। পরে আক্রমণ বেশি দেখা দিলে ডাইথেন এম-৪৫ অথবা ম্যানার এম-৪৫ অথবা এনডোফিল এম-৪৫ প্রতি ১০ লিটার পানিতে ২০ গ্রাম ঔষধ মিশিয়ে গাছের গোঁড়ার মাটিতে ২/৩ দিন পর পর স্প্রে মেশিনের সাহায্যে ২/৩ দিন ছিটিয়ে এ রোগের আক্রমণ কমানো সম্ভব। রোগ প্রতিরোধী জাতের বীজ ব্যবহার করে রোগ নিয়ন্ত্রণ করা যায়। If seeds are collected from disease-free and healthy plants, there is no possibility of infection. Jute seeds should be treated with fungicide before sowing. For seed treatment, Vitavex 200 (0.4%) / Provex-200 (0.4%) 4 g fungicide per kg seed should be mixed well or garlic paste 125 gm per kg seed should be mixed well and dried in the sun. . Seed treatment before sowing greatly reduces disease incidence. If treatment is not possible, the seeds should be dried well in the sun before sowing.The sources of disease are reduced by burning jute roots, garbage and abandoned parts together. As a result, disease transmission is reduced. Cultivation of paddy or other crops in succession can prevent disease transmission. Exclusion of excess urea fertilizers and application of potash fertilizers reduce disease transmission. Fungicide should be sprayed whenever disease outbreaks occur. First, the diseased trees should be removed and burned.Later, if the attack is more, it is possible to reduce the attack of the disease by mixing 20 grams of Dithen M-45 or Manor M-45 or Endophile M-45 per 10 liters of water on the soil of the root of the tree for 2/3 days with the help of a spray machine. The disease can be controlled by using seeds of resistant varieties.
এ রোগে পাটের পাতায় অসমান হলদে ছিটা দাগ পড়ে। পাটের এ রোগটি পাটের জীবনচক্রে যে কোন সময় হতে পারে। পাট গাছ বড় হবার সাথে সাথে পাট গাছের পাতায় সবুজ রং হারিয়ে হলদে সবুজ ছিটা দাগ পড়ে, আক্রান্ত গাছের বৃদ্ধি কমে যায় এবং আঁশের পরিমাণ শতকরা ১৫-২০ ভাগ পর্যন্ত কমে যেতে পারে। সাদা মাছি আক্রান্ত গাছের রস খেয়ে সুস্থ গাছের পাটের রস খাওয়ার সময় এ রোগ ছড়ায়। In this disease, jute leaves have uneven yellow spots. This disease of jute can occur at any time during the life cycle of jute. As the jute plant matures, the leaves of the jute plant lose their green color and develop yellow-green spots, the growth of the affected plant slows down and the fiber content can decrease by 15-20 percent. The disease spreads when whiteflies eat the sap of infected plants and consume the sap of healthy plants.
জমিতে আক্রান্ত চারা দেখা মাত্র তা তুলে ফেলতে হবে। কোন ক্রমেই হলদে সবুজ ছিটা পড়া আক্রান্ত গাছ জমিতে রাখা যাবে না। সুস্থ গাছের জন্য মাঝে মাঝে পাট ক্ষেতে ডায়াজিনন বা হেমিথ্রিন প্রতি ১০ লিটার পানিতে ১৫ মিলিঃ পরিমাণ ঔষধ মিশ্রণ তৈরি করে ৩০-৪০ দিন বয়সের গাছে ৭ দিন পর পর ২-৩ বার ছিটানো উচিত। পাট গাছের মাঝামাঝি বয়সের বাড়ন্তকালে যদি এ রোগে ব্যাপকভাবে দেখা দেয় তা হলে ঐ ক্ষেতের পাট গাছ কেটে আঁশ সংগ্রহ করতে হবে। আক্রান্ত গাছ থেকে বীজ সংগ্রহ করা একেবারেই নিষিদ্ধ।আক্রান্ত গাছের বীজ সংগ্রহ করে বপন করলে পরবর্তী বছর ব্যাপক ভাবে এ রোগ দেখা দেবে। সাদা মাছি দ্বারা দ্বিতীয় পর্যায়ের আক্রমণের বিস্তার রোধকল্পে ডায়াজিনন-৬০ইসি/ হেজিনন-৬০ ইসি/ বিটানন-৬০ ইসি/ নোকনন-৬০ইসি এর যে কোন একটি কীটনাশক ১০লিটার পানিতে ১৫মিলিঃ হারে মিশিয়ে ১৫দিন পর পর ২-৩ বার স্প্রে করতে হবে। The affected plants should be removed as soon as they are seen on the ground. In any case, infected plants with yellow and green spots should not be kept in the field. Diazinon or Hemethrin should be sprayed 2-3 times after 7 days on 30-40 days old plants by making a medicinal mixture of 15 ml per 10 liters of water in jute fields for healthy plants. If this disease occurs widely during the middle age of jute plants, then the jute plants of that field should be cut and collected. Collecting seeds from infected plants is strictly prohibited.If the seeds of affected plants are collected and sown, this disease will occur widely next year. Diazinon-60EC/Hezinon-60EC/Bitanon-60EC/Noconon-60EC should be sprayed 2-3 times after 15 days by mixing 15ml in 10 liters of water to prevent the spread of second stage attack by whitefly.
মূলত তোষা পাট ও কেনাফে রোগ দেখা যায়। খরার পর ঝড়ে বা অন্য কোন কারণে গাছে আঘাত লাগলে এ রোগ বেশি হতে পারে। এ রোগে আক্রান্ত অংশ বাদামী রং ধারণ করে এবং পাটের আগা থেকে নিচের দিকে শুকাতে আরম্ভ করে। ফুল আসার পর সচরাচর এ রোগ দেখা দেয়। Disease is mainly seen in Tosha Pat and Kenaf. This disease can be more if the tree is damaged by storm or any other reason after drought. The diseased part turns brown and starts drying from the tip of jute downwards. This disease usually occurs after flowering.
বীজ বপনের আগে জন্য ভিটাভেক্স ২০০ (০.৪%) / প্রভেক্স-২০০(০.৪%) ৪ গ্রাম ছত্রাক নাশক প্রতি কেজি বীজের সাথে ভাল ভাবে মিশিয়ে ব্যবহার করতে হবে অথবা রসুন বাটা ১২৫ গ্রাম প্রতি কেজি বীজের সাথে ভাল ভাবে মিশিয়ে রোদে শুঁকাতে হবে।রোগ দেখা দেবার সাথে সাথে ডাইথেন এম-৪৫ নামক ছত্রাকনাশক ঔষধ প্রতি ১০ লিটার পানিতে ১০ গ্রাম মিশিয়ে ২/৩ দিন পরপর অন্তত ২/৩ বার গাছে স্প্রে করতে হবে।পর্যায়ক্রমে ধান বা অন্যান্য ফসল চাষ করলে রোগ সংক্রামণ কম হয়। For pre-sowing, Vitavex 200 (0.4%) / Provex-200 (0.4%) 4 gm fungicide per kg seed should be mixed well or Garlic paste 125 gm per kg seed should be mixed well and dried in sun. As soon as the disease appears, Dithen M-45 fungicide should be mixed with 10 grams per 10 liters of water and sprayed on the plants at least 2/3 times every 2/3 days. If rice or other crops are cultivated periodically, the disease infection বীজ বপনের আগে জন্য ভিটাভেক্স ২০০ (০.৪%) / প্রভেক্স-২০০(০.৪%) ৪ গ্রাম ছত্রাক নাশক প্রতি কেজি বীজের সাথে ভাল ভাবে মিশিয়ে ব্যবহার করতে হবে অথবা রসুন বাটা ১২৫ গ্রাম প্রতি কেজি বীজের সাথে ভাল ভাবে মিশিয়ে রোদে শুঁকাতে হবে।রোগ দেখা দেবার সাথে সাথে ডাইথেন এম-৪৫ নামক ছত্রাকনাশক ঔষধ প্রতি ১০ লিটার পানিতে ১০ গ্রাম মিশিয়ে ২/৩ দিন পরপর অন্তত ২/৩ বার গাছে স্প্রে করতে হবে।পর্যায়ক্রমে ধান বা অন্যান্য ফসল চাষ করলে রোগ সংক্রামণ কম হয়। For pre-sowing, Vitavex 200 (0.4%) / Provex-200 (0.4%) 4 gm fungicide per kg seed should be mixed well or Garlic paste 125 gm per kg seed should be mixed well and dried in sun. As soon as the disease appears, Dithen M-45 fungicide should be mixed with 10 grams per 10 liters of water and sprayed on the plants at least 2/3 times every 2/3 days. If rice or other crops are cultivated periodically, the disease infection
এ রোগে আক্রান্ত গাছের পাতা ফিকে হয়ে যায় ও গাছের বৃদ্ধি কমে যায়। আক্রান্ত গাছের শিকড়ে ছোট বড় অনেক গিট দেখা যায়। এসব গিঁটের সঞ্চালন নালীর মধ্যে অসংখ্য কৃমি থাকে। কৃমিগুলো শিকড়ের রস সঞ্চালন নালীর মধ্যে শুড় ঢুকিয়ে স্থায়ী ভাবে আক্রমণ করে।ফলে শিকড় পচে যায় এবং আক্রান্ত গাছ মারা যায়। The leaves of plants affected by this disease become pale and the growth of plants is reduced. Infected plants can be seen on the roots of many small and large knots. In the circulatory system of these knots there are numerous worms. The worms attack permanently by burrowing into the root sap canal, resulting in root rot and death of the affected plant.
যে সব পাটের জমিতে এ রোগ দেখা দেয়, পরবর্তীতে রবি মৌসুমে ঐ সব জমিতে সরিষা, গম, যব, ভুট্টা, চিনা ইত্যাদির এবং খরিফে ধান, কাউন, শন, জোয়ার ইত্যাদি বপন করা হলে নিমাটোড কমতে থাকে। রাসায়নিক ঔষধ ফুরাডান-৫ জি, ৪০ কেজি প্রতি হেক্টরে প্রয়োগ করে নিড়ানী এবং চূড়ান্ত ভাবে গাছ পাতলা করে দিতে হবে। সম্ভব হলে জমি পতিত বা পর্যায়ক্রমে মেস্তার চাষ করা যেতে পারে। বপনের কিছু দিন আগে চাষ করে জমি রোদে ফেলে রাখতে হবে। পাট ক্ষেত আগাছা মুক্ত রাখতে হবে কারণ কৃমি বেশ কয়েক প্রকার আগাছার শিকড়ে অবস্থান করতে পারে। শক্ত ও ভিজা মাটিতে কৃমি বেশি দিন বাঁচতে পারে না। সে জন্য সম্ভব হলে আক্রান্ত পাট ক্ষেত কমপক্ষে ১০ দিন পানি আটকে রাখতে পারলে অনেক কৃমি মারা যায়। In those jute lands where this disease occurs, later in rabi season if mustard, wheat, barley, maize, sugarcane etc. are sown in those lands and in kharif the nematodes decrease. The chemical medicine Furadan-5 g, 40 kg per hectare should be applied to the trees and finally the trees should be thinned. If possible, the land may be fallow or alternately cultivated with Mesta.A few days before sowing, the land should be plowed and left in the sun. Jute fields should be kept weed free as worms can lodge in the roots of several types of weeds. Earthworms cannot live long in hard and wet soil. For that, if possible, if the affected jute field is kept waterless for at least 10 days, many worms will die.
এ রোগে আক্রান্ত গাছের পাতা ফিকে হয়ে যায় ও গাছের বৃদ্ধি কমে যায়। আক্রান্ত গাছের শিকড়ে ছোট বড় অনেক গিট দেখা যায়। এসব গিঁটের সঞ্চালন নালীর মধ্যে অসংখ্য কৃমি থাকে। কৃমিগুলো শিকড়ের রস সঞ্চালন নালীর মধ্যে শুড় ঢুকিয়ে স্থায়ী ভাবে আক্রমণ করে।ফলে শিকড় পচে যায় এবং আক্রান্ত গাছ মারা যায়। The leaves of plants affected by this disease become pale and the growth of plants is reduced. Infected plants can be seen on the roots of many small and large knots. In the circulatory system of these knots there are numerous worms. The worms attack permanently by burrowing into the root sap canal, resulting in root rot and death of the affected plant.
যে সব পাটের জমিতে এ রোগ দেখা দেয়, পরবর্তীতে রবি মৌসুমে ঐ সব জমিতে সরিষা, গম, যব, ভুট্টা, চিনা ইত্যাদির এবং খরিফে ধান, কাউন, শন, জোয়ার ইত্যাদি বপন করা হলে নিমাটোড কমতে থাকে। রাসায়নিক ঔষধ ফুরাডান-৫ জি, ৪০ কেজি প্রতি হেক্টরে প্রয়োগ করে নিড়ানী এবং চূড়ান্ত ভাবে গাছ পাতলা করে দিতে হবে। সম্ভব হলে জমি পতিত বা পর্যায়ক্রমে মেস্তার চাষ করা যেতে পারে। বপনের কিছু দিন আগে চাষ করে জমি রোদে ফেলে রাখতে হবে। পাট ক্ষেত আগাছা মুক্ত রাখতে হবে কারণ কৃমি বেশ কয়েক প্রকার আগাছার শিকড়ে অবস্থান করতে পারে। শক্ত ও ভিজা মাটিতে কৃমি বেশি দিন বাঁচতে পারে না। সে জন্য সম্ভব হলে আক্রান্ত পাট ক্ষেত কমপক্ষে ১০ দিন পানি আটকে রাখতে পারলে অনেক কৃমি মারা যায়। In those jute lands where this disease occurs, later in rabi season if mustard, wheat, barley, maize, sugarcane etc. are sown in those lands and in kharif the nematodes decrease. The chemical medicine Furadan-5 g, 40 kg per hectare should be applied to the trees and finally the trees should be thinned. If possible, the land may be fallow or alternately cultivated with Mesta.A few days before sowing, the land should be plowed and left in the sun. Jute fields should be kept weed free as worms can lodge in the roots of several types of weeds. Earthworms cannot live long in hard and wet soil. For that, if possible, if the affected jute field is kept waterless for at least 10 days, many worms will die.
ছোট ও বড় উভয় প্রকার গাছই এই রোগ দেখা যায়। আক্রান্ত গাছের ডগা ঢলে পড়ে। মাটির সংলগ্ন গাছের গোঁড়ায় বাদামি অথবা কালো রঙের দাগ পড়ে। এই দাগ ক্রমশ উপরের দিকে বড় হয় এবং আক্রান্ত অংশের কোষে পচন ধরে । সবশেষে সম্পূর্ণ গাছটাই ঢলে পড়ে এবং শুকিয়ে মারা যায়। This disease is seen in both small and large trees. The tip of the affected tree droops. Brown or black spots appear on the roots of plants near the ground. This scar gradually enlarges upwards and decomposes the cells of the affected part. Eventually the entire plant droops and withers and dies.
জমি আগাছা মুক্ত রাখতে হবে। পাট কাটার পর জমির আগাছা, আবর্জনা একত্রিত করে পুড়িয়ে ফেলতে হবে। নীরোগ পাট গাছ থেকে বীজ সংগ্রহ করতে হবে। গাছের ৭০% ফল পাকলেই বীজ কেটে ফেলা উচিত। দেরি করলে ছত্রাক সংক্রমিত হওয়ার সম্ভবনা থাকে। আক্রান্ত জমিতে ২-৩ বছর তোষা পাটের আবাদ না করে দেশি পাটের আবাদ করা যেতে পারে। ঢলে পড়া বা শিকড় পচা কবল থেকে রক্ষা পাওয়ার জন্য প্রধান উপায় হল বীজ শোধন। বীজ বপনের আগে জন্য ভিটাভেক্স ২০০ (০.৪%) / প্রভেক্স-২০০(০.৪%) ৪ গ্রাম ছত্রাক নাশক প্রতি কেজি বীজের সাথে ভাল ভাবে মিশিয়ে ব্যবহার করতে হবে অথবা রসুন বাটা ১২৫ গ্রাম প্রতি কেজি বীজের সাথে ভাল ভাবে মিশিয়ে রোদে শুঁকাতে হবে। বপনের আগে বীজ শোধনের ফলে রোগের প্রকোপ অনেক কমে যায়। শোধন করা সম্ভব না হলে বপনের আগে বীজ রোদে ভালভাবে শুঁকাতে হবে। জমিতে চারা অবস্থা থেকে শুরু করে ফসল কর্তন পর্যন্ত যখনই রোগের প্রকোপ দেখা দিবে তখনই ছত্রাক নাশক ছিটানোর ব্যবস্থা করতে হবে। প্রথমে রোগাক্রান্ত গাছ উপড়ে ফেলতে হবে। প্রতি ১০ লিটার পানিতে ২০ গ্রাম ডাইথেন এম-৪৫ অথবা ম্যানার-৪৫ গুলে ৩-৪ দিন অন্তর ২-৩ বার করে জমিতে ছিটাতে হবে। গাছের বয়স অনুসারে একর প্রতি ৩৫০-৪৫০ লিটার ঔষধ মিশানো পানি ছিটানো যেতে পারে। জমিতে সর্বদা পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। The land should be kept free of weeds. After cutting the jute, the weeds and garbage of the land should be collected and burnt. Seeds should be collected from Nirog jute plants. The seeds should be harvested when 70% of the fruit is ripe. If delayed there is a possibility of fungal infection. Desi jute can be planted in the affected land without Tosha jute for 2-3 years. Seed treatment is the main way to prevent wilting or root rot.Before sowing, Vitavex 200 (0.4%) / Provex-200 (0.4%) 4 g fungicide per kg of seed should be mixed well or Garlic paste 125 g per kg of seed should be mixed well and dried in the sun. will be Seed treatment before sowing greatly reduces disease incidence. If treatment is not possible, the seeds should be dried well in the sun before sowing. Fungicide spraying should be done whenever there is an outbreak of the disease, starting from the condition of seedlings in the land to harvesting.Diseased trees should be uprooted first. In every 10 liters of water, 20 grams of Dithan M-45 or Manar-45 should be sprinkled on the ground 2-3 times every 3-4 days. Depending on the age of the tree, 350-450 liters of medicated water can be sprayed per acre. Drainage should always be provided in the land.
বীজ অঙ্কুরোদগমের সময় চারা গাছের বীজপ্ত্রাব কাণ্ডে ও বীজপ্ত্রে গাঢ় বাদামি রঙের দাগ পড়ে। এই দাগ ক্রমে বড় হয়ে সম্পূর্ণ বীজকে পচিয়ে ফেলে। এর ফলে মাটি হতে বীজ গজানোর পূর্বেই গাছ মরে যায়। আবার কখনও মাটির উপরে আসার পর বীজ গজিয়ে পচে যায়। অনেক সময় অঙ্কুরিত বীজ হতে উৎপন্ন চারাগাছ কিছুটা বড় হওয়ার পর গরম আবহাওয়ায় চারা গাছের কাণ্ড দুর্বল হয়ে পড়ে এবং আক্রান্ত গাছ ভাঙ্গে নেতিয়ে পড়ে। বড় চারাগাছে প্রথমে পাতার ফলক আক্রান্ত হয়। এর পর পাতা হতে রোগ বোঁটায় ছড়িয়ে পরে। আক্রান্ত পাতার ফলক দুর্বল হইয়া অনেক সময় ঢলে কাণ্ডের গায়ে লেগে যায়। এর ফলে দাগ ক্রমশ বাকলে বৃদ্ধি পায়, পরে বাকল পচে যায়। বাকলের এই পচনের ফলে অনেক সময় গাছ মারা যায়। During seed germination, dark brown spots appear on seed pods and seed pods of seedlings. This spot gradually enlarges and rots the entire seed. As a result, the plant dies before the seeds sprout from the soil. Sometimes the seeds germinate and rot after coming to the surface. Often after the seedlings produced from germinated seeds have grown somewhat, the trunks of the seedlings become weak in hot weather and the affected plants are prone to breakage.Leaf blades are affected first in large plants. After that, the disease spreads from the leaves to the buds. Affected leaf blades become weak and often fall off and stick to the trunk. As a result, the spots gradually grow on the bark, then the bark rots. This rotting of the bark often results in the death of the tree.
পাটের কাণ্ডপচা রোগ নিয়ন্ত্রনের জন্য রোগ মুক্ত গাছ থেকে সুস্থ বীজ সংগ্রহ করতে হবে। বপনের পূর্বে পাট বীজ ছত্রাক নাশক দ্বারা শোধন করে নিতে হবে। বীজ শোধনের জন্য ভিটাভেক্স ২০০ (০.৪%)/ প্রোভেক্স-২০০ (০.৪%) ৪গ্রাম ছত্রাক নাশক প্রতি কেজি বীজে ব্যবহার করতে অথবা রসুন বাটা ১২৫গ্রাম/কেজি বীজ এর সাথে মিশিয়ে ব্যবহারে যথেষ্ট সুফল দেয়। বপনের আগে বীজ শোধনের ফলে রোগের প্রকোপ অনেক কমে যায়। শোধন করা সম্ভব না হলে বপনের আগে বীজ ভালভাবে শুকাতে হবে। পর্যায়ক্রমে ধান বা অন্যান্য ফসল চাষ করলে রোগ সংক্রামক হতে পারে না। পাটের শিকড়, আবর্জনা ও পরিত্যক্ত অংশ একত্রিত করে পুড়িয়ে ফেললে রোগের উৎস কমে যায়। ফলে রোগ সংক্রামণ হ্রাস পায়। আক্রমন বেশী হলে ডাইথেন এম-৪৫ অথবা ম্যানার এম-৪৫ অথবা এনডোফিল এম-৪৫ প্রতি লিটার পানিতে ২০ গ্রাম ঔষধ মিশিয়ে গাছের গোঁড়ার মাটিতে ২/৩ দিন পর পর স্প্রে মেশিনের সাহা্য্যে ছিটিয়ে এ রোগের আক্রমন কমানো সম্ভব। To control stem rot disease of jute, healthy seeds should be collected from disease free plants. Jute seeds should be treated with fungicide before sowing. For seed treatment Vitavex 200 (0.4%)/ Provex-200 (0.4%) 4gm fungicide per kg seed or mixed with garlic paste 125gm/kg seed gives considerable benefit. Seed treatment before sowing greatly reduces disease incidence.If treatment is not possible, the seed should be thoroughly dried before sowing. If paddy or other crops are grown alternately, the disease cannot be contagious. The sources of disease are reduced by burning jute roots, garbage and abandoned parts together. As a result, disease transmission is reduced. If the attack is high, it is possible to reduce the attack of this disease by mixing Dithen M-45 or Manor M-45 or Endofil M-45 20 grams of medicine per liter of water on the soil of the root of the tree after 2/3 days with the help of a spray machine.
প্রথমে আক্রান্ত গাছের গোঁড়ার দিকে মাটি হতে কিছু উপরে বাদামি রঙের দাগ পড়তে দেখা যায়। ক্রমশ এই দাগ কালচে রঙ ধারণ করে। দাগ বৃদ্ধির সাথে সাথে এটা কাণ্ডকে ঘিরে ফেলে। এ জন্য এই রোগকে কালোপট্টি রোগ বলে। এই বেষ্টনী ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকে। একাধিক কালোপট্টি গাছের কাণ্ডে দেখা দিতে পারে। আক্রান্ত গাছ নিস্তেজ হয়ে যায় এবং পাতা ঝরে পড়ে। অনেক সময় গাছের কাণ্ড এতই দুর্বল হয় যে বাতাসে ভেঙ্গে যায়। পাতা বিহীন মৃত কাণ্ডগুলোর গায়ে হাত দিয়ে ঘষা দিলে হাত কালো হয়ে যায়। At first, brown spots appear above the ground towards the base of the affected plant. Gradually this spot takes on a black color. As the scar grows, it surrounds the trunk. This is why this disease is called black spot disease. This circle gradually rises upwards. Multiple black spots can appear on the trunk of the plant. Affected plants become dull and drop leaves. Sometimes the tree trunks are so weak that they break in the wind. Rubbing hands on dead stems without leaves turns black.
পাটের কালোপট্টি রোগ নিয়ন্ত্রনের জন্য রোগ মুক্ত গাছ থেকে সুস্থ বীজ সংগ্রহ করতে হবে। বপনের পূর্বে পাট বীজ ছত্রাক নাশক দ্বারা শোধন করে নিতে হবে। বীজ শোধনের জন্য ভিটাভেক্স ২০০ (০.৪%)/ প্রোভেক্স-২০০ (০.৪%) ৪গ্রাম ছত্রাক নাশক প্রতি কেজি বীজে ব্যবহার করতে অথবা রসুন বাটা ১২৫গ্রাম/কেজি বীজ এর সাথে মিশিয়ে ব্যবহারে যথেষ্ট সুফল দেয়। বপনের আগে বীজ শোধনের ফলে রোগের প্রকোপ অনেক কমে যায়। শোধন করা সম্ভব না হলে বপনের আগে বীজ ভালভাবে শুকাতে হবে। পর্যায়ক্রমে ধান বা অন্যান্য ফসল চাষ করলে রোগ সংক্রামক হতে পারে না। পাটের শিকড়, আবর্জনা ও পরিত্যক্ত অংশ একত্রিত করে পুড়িয়ে ফেললে রোগের উৎস কমে যায়। ফলে রোগ সংক্রামণ হ্রাস পায়। আক্রমন বেশী হলে ডাইথেন এম-৪৫ অথবা ম্যানার এম-৪৫ অথবা এনডোফিল এম-৪৫ প্রতি লিটার পানিতে ২০ গ্রাম ঔষধ মিশিয়ে গাছের গোঁড়ার মাটিতে ২/৩ দিন পর পর স্প্রে মেশিনের সাহা্য্যে ছিটিয়ে এ রোগের আক্রমন কমানো সম্ভব। For control of black spot disease of jute, healthy seeds should be collected from disease free plants. Jute seeds should be treated with fungicide before sowing. For seed treatment Vitavex 200 (0.4%)/ Provex-200 (0.4%) 4gm fungicide per kg seed or mixed with garlic paste 125gm/kg seed gives considerable benefit. Seed treatment before sowing greatly reduces disease incidence.If treatment is not possible, the seed should be thoroughly dried before sowing. If paddy or other crops are grown alternately, the disease cannot be contagious. The sources of disease are reduced by burning jute roots, garbage and abandoned parts together. As a result, disease transmission is reduced. If the attack is high, it is possible to reduce the attack of this disease by mixing Dithen M-45 or Manor M-45 or Endofil M-45 20 grams of medicine per liter of water on the soil of the root of the tree after 2/3 days with the help of a spray machine.
Don’t miss our future updates! Get Subscribed Today!
Copyright © 2023 কৃষিবাড়ি . All Rights Reserved.
Design and Developed By Banglamark FinTech